Akshardham: হঠাৎ ‘ব্ল্যাকআউট’, দুম করে নিভে গেল অক্ষরধাম মন্দিরের সব আলো
Akshardham: বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলে কী হবে, সাইরেন বাজলে কী করতে হবে, তা অনুশীলন করা হয় এদিন। দিল্লি পুলিশ জানিয়েছে, সব ভক্তদের নিরাপত্তার জন্য পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

নয়া দিল্লি: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আগেই। এরই মধ্যে সামরিক অভিযান চালিয়ে ভারত বুঝিয়ে দিয়ে এসেছে যে কোনও রকমের সন্ত্রাস বরদাস্ত করা হবেনা। মঙ্গলবার রাতে চলে সেই অভিযান। আর বুধবার সকাল থেকেই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার মহড়া চলে দিনভর। হঠাৎ হামলা হলে সাধারণ মানুষকে কী করতে হবে, সেই মহড়া চলে গোটা দেশে।
দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে জরুরি পরিস্থিতির মহড়া চলে বুধবার। দিল্লি পুলিশ অংশ নেয় সেই মক ড্রিলে। ড্রিলের সময় অক্ষরধাম মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। পুরোপুরি ব্ল্যাকআউট হয়ে যায় মন্দিরে। এরপর, মন্দিরের আলো একে একে জ্বালানো হয়।
বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলে কী হবে, সাইরেন বাজলে কী করতে হবে, তা অনুশীলন করা হয় এদিন। দিল্লি পুলিশ জানিয়েছে, সব ভক্তদের নিরাপত্তার জন্য পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
অক্ষরধাম ছাড়াও দিল্লির অনেক এলাকায় ব্ল্যাকআউট করা হয়। দিল্লিতে বিকেল ৪টেয় শহরের ৫৫টি স্থানে মহড়া চলে। সাইরেনের শব্দও শোনা যায়।
