BMW Accident: বিএমডব্লিউ গাড়ির নিয়ন্ত্রণ হারাল দুই পড়ুয়া! রাতের অন্ধকারে পিষে দিল ‘ছোট্ট প্রাণ’

BMW Accident: নয়ডার সেক্টর ৩০-তে সেই স্কুটারকে সজোরে এসে ধাক্কা মারে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি। ইতিমধ্যেই সেই গাড়ির চালক ও তার সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে।

BMW Accident: বিএমডব্লিউ গাড়ির নিয়ন্ত্রণ হারাল দুই পড়ুয়া! রাতের অন্ধকারে পিষে দিল ছোট্ট প্রাণ
অভিযুক্ত দুইImage Credit source: X

|

Jul 27, 2025 | 1:39 PM

দিল্লি: মাস কয়েক আগে দেশজুড়ে শিহরণ তৈরি করেছিল পুনে পোর্শে-কাণ্ডদুই ইঞ্জিনিয়ারকে পিষে মেরেছিল নিয়ন্ত্রণ হারানো বিলাসবহুল গাড়িনেপথ্যে কাণ্ডারি এক নাবালকসেই ঘটনার পর প্রশ্ন উঠেছিল সড়ক নিরাপত্তা নিয়ে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কয়েক মাস পেরতেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার পুনের পরিবর্তে নয়ডা সেক্টর ৩০।

শনিবার রাতে স্কুটারে চাপিয়ে পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা এবং এক আত্মীয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই নয়ডার সেক্টর ৩০-তে সেই স্কুটারকে সজোরে এসে ধাক্কা মারে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি। ইতিমধ্যেই সেই গাড়ির চালক ও তার সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম গুল মহম্মদ ও রাজা। তারা সদরপুরের বাসিন্দা। রাতের দিকে গুলের পাঁচ বছরের কন্যা অসুস্থ বোধ করতেই শ্যালক রাজাকে নিয়ে স্কুটার চালিয়ে তারা হাসপাতালের দিকে রওনা দেয়। সেই সময় ওই বিএমডব্লিউ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। গুরুতর ভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে গুল ও রাজাকে।

অন্যদিকে বাজেয়াপ্ত হয়েছে সেই বিলাসবহুল গাড়ি। সজোরে ধাক্কার কারণে গাড়ির সামনের বনেট একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর, উভয়েই পড়ুয়া।