Maldive-Lakshadweep Row: প্রধানমন্ত্রী মোদী ও দেশকে অপমান! রেগে কাঁই সলমন-অক্ষয়, মনে করিয়ে দিলেন মর্যাদার কথা

Celebrity Reaction: বলিউড অভিনেতা অক্ষয় কুমার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে তিনি বিস্মিত হচ্ছেন মলদ্বীপের কয়েকজন বিশিষ্টজনের কথায়। ভারতই সবথেকে বেশি পর্যটক পাঠায় মলদ্বীপে এবং সর্বদা পড়শি দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তাহলে কেন এই ধরনের ঘৃণা সহ্য করতে হবে। নিজেদের মর্যাদা বজায় রাখতে দেশের দ্বীপগুলিতেই ভ্রমণে যাওয়ার কথা বলেন অক্ষয়। 

Maldive-Lakshadweep Row: প্রধানমন্ত্রী মোদী ও দেশকে অপমান! রেগে কাঁই সলমন-অক্ষয়, মনে করিয়ে দিলেন মর্যাদার কথা
লাক্ষাদ্বীপ-মলদ্বীপ বিতর্ক নিয়ে সরব সেলেবরাও।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 08, 2024 | 9:29 AM

নয়া দিল্লি:  প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ! মলদ্বীপ নিয়ে ক্রমশ বাড়ছে বিতর্ক। মলদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ-পর্যটন কেন্দ্র হিসাবে কোনটা সেরা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর ও সেখানের পর্যটনকে প্রচার নিয়েই আপত্তি মলদ্বীপের। সে দেশের এক নেতার দাবি, নাম না করলেও মলদ্বীপকে ‘হেয়’  করেছেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাবে ভারত ও দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেই বিতর্কের শুরু। এবার দেশের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন বলিউডের অভিনেতা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। সকলেই বিদেশের বদলে দেশের এই মনমুগ্ধকর পর্যটনকেন্দ্রে যাওয়ার পক্ষে সওয়াল করেন।

বিতর্ক ও কূটনৈতিক টানাপোড়েনের সূত্রপাত হয় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর লাক্ষাদ্বীপ সফরের ভিডিয়ো পোস্ট করেন। ওই ভিডিয়োয় তিনি দেশবাসীর কাছে বিদেশে না ছুটে, দেশের পর্যটনকেন্দ্রগুলি ঘুরে দেখারই আর্জি জানান। যেহেতু লাক্ষাদ্বীপের সঙ্গে মলদ্বীপে অনেকটাই মিল, তা নিয়েই সমস্যা। মলদ্বীপের এক মন্ত্রী দাবি করেন, ওই ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী মলদ্বীপকেই আক্রমণ করেছেন। সমুদ্র সৈকত ট্য়ুরিজমে মলদ্বীপের তুলনায় অনেক পিছিয়ে ভারত, এমনটাও দাবি করেন তিনি। এরপরই বিতর্ক শুরু হয়। লাক্ষাদ্বীপ বনাম মলদ্বীপ দ্বন্দ্বের মধ্যে প্রধানমন্ত্রী মোদী ও ভারতকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মলদ্বীপ সরকার তাদের তিন মন্ত্রীকে বরখাস্ত করে।

এই বিতর্কের মাঝেই মলদ্বীপ বয়কটের ডাক উঠেছে। এবার সেলিব্রেটিদের গলাতেও সেই সুর শোনা গেল। বলিউড অভিনেতা অক্ষয় কুমার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে তিনি বিস্মিত হচ্ছেন মলদ্বীপের কয়েকজন বিশিষ্টজনের কথায়। ভারতই সবথেকে বেশি পর্যটক পাঠায় মলদ্বীপে এবং সর্বদা পড়শি দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তাহলে কেন এই ধরনের ঘৃণা সহ্য করতে হবে। নিজেদের মর্যাদা বজায় রাখতে দেশের দ্বীপগুলিতেই ভ্রমণে যাওয়ার কথা বলেন অক্ষয়।

অভিনেতা জন আব্রাহামও লাক্ষাদ্বীপের আতিথেয়তা ও অসাধারণ সামুদ্রিক সৌন্দর্য্যের প্রশংসা করেন এবং আবারও সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। একই কথা বলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। লাক্ষাদ্বীপের নৈস্বর্গিক সৌন্দর্য্য দেখে এখুনি সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

অভিনেতা সলমন খান প্রধানমন্ত্রীর ভিডিয়োর প্রসঙ্গ টেনেই বলেন, “কী কুল লাগছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদীকে লাক্ষাদ্বীপের সুন্দর, পরিস্কার সৈকতে ঘুরতে দেখে। আর সবথেকে ভাল বিষয় হল এটা আমাদের দেশেই রয়েছে।”

প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেণ্ডুলকর লাক্ষাদ্বীপ নিয়ে পোস্ট না করলেও, ‘অতিথি দেব ভব’-র দর্শন ও মহারাষ্ট্রের সিন্ধুদুর্গের সৌন্দর্য্য নিয়ে লম্বা এক পোস্ট লেখেন।