Bihar Polls: বিহারে বিরোধীরা কি ভোট বয়কট করবে? বিস্ফোরক লালু-পুত্র তেজস্বী

Bihar Polls: এ পরিস্থিতিতে বিহারের বিধানসভা নির্বাচনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা না করার জল্পনা নিয়ে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বলেন, "কেন্দ্রের শাসকদল বিজেপির নির্দেশে কাজ করছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে নির্বাচন করা অর্থহীন।"

Bihar Polls: বিহারে বিরোধীরা কি ভোট বয়কট করবে? বিস্ফোরক লালু-পুত্র তেজস্বী
তেজস্বী যাদবImage Credit source: TV9 Bangla

Jul 24, 2025 | 3:31 PM

পটনা: ভোটার তালিকা সংশোধন ইস্যুকে কেন্দ্র করে সরগরম বিহার। সরব হয়েছে বিরোধী দলগুলি। বিহার বিধানসভার বাদল অধিবেশনও এই নিয়ে উত্তপ্ত হয়েছে। আর কয়েকমাস পরই বিহারে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন বিরোধী দলগুলি বয়কট করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই ভোট বয়কট নিয়েই বড় বার্তা দিলেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা RJD নেতা তেজস্বী যাদব। কী বার্তা দিলেন তিনি?

বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, বিহারে ভোটার তালিকা সংশোধনের পর ৫৬ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। নির্বাচন কমিশনের এই ‘SIR’ নিয়েই সরব হয়েছে বিরোধীরা। আরজেডি ও অন্য বিরোধীরা বিহার বিধানসভার বাদল অধিববেশনে আলোচনার আবেদন জানিয়েছে।

এ পরিস্থিতিতে বিহারের বিধানসভা নির্বাচনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা না করার জল্পনা নিয়ে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বলেন, “কেন্দ্রের শাসকদল বিজেপির নির্দেশে কাজ করছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে নির্বাচন করা অর্থহীন।” বিজেপিকে তোপ দেগে তাঁর বক্তব্য, “ভুয়ো ভোটার তালিকা ব্যবহার করে বিজেপি যদি সরকার চালাতে চায়, তাহলে তাদের সরকারের মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। যদি পুরো প্রক্রিয়াই অসৎ হয়, তাহলে নির্বাচনের দরকার কি?

তাঁরা কি ভোট বয়কট করবেন? এই প্রশ্নের উত্তরে তেজস্বী বলেন, “বয়কট একটা অপশন। কিন্তু, আমরা তা নিয়ে ভাবব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জোটসঙ্গী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলব।

বিরোধীদের উদ্বেগ নিয়ে কমিশন কোনও বক্তব্য রাখছে না বলে তোপ তাগেন তেজস্বী। তিনি দাবি করেন, প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচিত করত। এখন সরকার ভোটার বেছে নেয়।

নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, SIR একটি সাংবিধানিক দায়িত্ব। তাদের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ভোটাররা সন্তুষ্ট। প্রকৃত ভোটার হওয়ার পরও যদি কারও নাম বাদ যায়, তবে তিনি নিজের নাম তালিকায় তোলার পরে সুযোগ পাবেন বলে কমিশন জানিয়েছে।