Bride: রেলস্টেশনে খিদে পেল নববধূর, বিয়ের কয়েক ঘণ্টা পরই থানায় ছুটতে হল বরকে

Bride: রাজস্থানের শিকার জেলার সুরেশের সঙ্গে ঝাড়খণ্ডের গিরিডির এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়। গত ২ মে গিরিডিতে তাঁদের ধুমধাম করে বিয়েও হয়। বিয়ের পরদিন নববধূকে নিয়ে রাজস্থানে যাওয়ার জন্য পরশনাথ স্টেশনে আসেন সুরেশ ও তাঁর পরিবার।

Bride: রেলস্টেশনে খিদে পেল নববধূর, বিয়ের কয়েক ঘণ্টা পরই থানায় ছুটতে হল বরকে
প্রতীকী ছবি

May 06, 2025 | 9:49 AM

গিরিডি: ট্রেনে করে নববধূকে নিয়ে বাড়ি ফিরবেন। স্টেশনে অপেক্ষা করছেন। তারপর যা হল, তা বোধহয় কল্পনাও করেননি রাজস্থানের সুরেশ ঝাঁঝবাহার। নববধূকে নিয়ে বাড়ি ফেরার বদলে তাঁকে ছুটতে হল পুলিশ স্টেশনে। কী এমন হল স্টেশনে যে বরকে থানায় যেতে হল?

রাজস্থানের শিকার জেলার সুরেশের সঙ্গে ঝাড়খণ্ডের গিরিডির এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়। গত ২ মে গিরিডিতে তাঁদের ধুমধাম করে বিয়েও হয়। বিয়ের পরদিন নববধূকে নিয়ে রাজস্থানে যাওয়ার জন্য পরশনাথ স্টেশনে আসেন সুরেশ ও তাঁর পরিবার।

স্টেশনেই ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন সবাই। হঠাৎ নববধূ বলেন, তাঁর খিদে পেয়েছে। বলেই স্টেশনের বাইরে খেতে চলে যান। এরপর বেশ কিছুক্ষণ কেটে গেলেও আর ফিরে আসেননি নববধূ। সুরেশ জানান, তাঁর মোবাইল নিয়ে গিয়েছিলেন কনে। সেই মোবাইলে ফোন করলে দেখা যায় তা সুইচড অফ। তখনই সন্দেহ হয় সুরেশের পরিবারের। তাঁরা বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। গয়না নিয়ে পালিয়েছেন নববধূ। থানায় ছোটেন সবাই।

পুলিশকে সুরেশ জানিয়েছেন, বিয়ের জন্য মেয়ের পরিবার ও ঘটক হিসেবে তাঁর এক সহকর্মী ও অন্য একজনকে ২ লক্ষ টাকা দিয়েছিলেন। মুকেশ পাসওয়ান নামে তাঁর ওই সহকর্মী এবং রিঙ্কু পাসওয়ান নামে গিরিডির এক যুবক তাঁর বিয়ে ঠিক করেছিলেন।

মুফ্ফসিল থানার ইনচার্জ জানিয়েছেন, নববধূর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন সুরেশ। নববধূর কাছে থাকা মোবাইলও বন্ধ রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।