Maharashtra Bridge Collapse: আচমকা ভেঙে আধখানা হল সেতু, নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা ২৫-৩০ জনের

Maharashtra Bridge Collapse: প্রাথমিক ভাবে অনুমান, বয়সের কারণে ভেঙে পড়তে পারে সেতুটি। তাছাড়াও ছুটির দিন হওয়ায় সেই সেতুর উপরে জড়ো হয়েছিল প্রচুর পর্যটক।

Maharashtra Bridge Collapse: আচমকা ভেঙে আধখানা হল সেতু, নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা ২৫-৩০ জনের
মহারাষ্ট্রে ভেঙে পড়ল সেতুImage Credit source: X

|

Jun 15, 2025 | 6:18 PM

পুনে: মহারাষ্ট্রে ভেঙে পড়ল সেতু। রবিবার ছুটির দিনে পুনের কুন্ডমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত সেতুতে ঘুরতে গিয়েছিল বহু পর্যটক। সেতুর উপরে উঠে নদীর প্রবাহের ছবি তুলছিল তারা। তখন বিকট শব্দ। মাঝখান আধখানা হয়ে যায় ব্রিজটি।

প্রাথমিক ভাবে অনুমান, বয়সের কারণে ভেঙে পড়তে পারে সেতুটি। তাছাড়াও ছুটির দিন হওয়ায় সেই সেতুর উপরে জড়ো হয়েছিল প্রচুর পর্যটক। একে বেড়েছে বয়স। তার মধ্যে আবার ভিড়ের চাপ। অনুমান, সেই কারণেই হয়তো আধখানা হয় সেতুটি। ঘটনার জেরে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন পর্যটকের ভেসে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

এদিন দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ ঘটে এই বিপর্যয়। স্থানীয় পিম্পরি-চিঞ্চওয়াড় থানা তরফে জানা গিয়েছে, ‘ভিড়ের চাপেই ভেঙে পড়ে এই সেতুটি। বেশ কয়েকজন পর্যটক নদীতে পড়ে যান।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সেতু পেরিয়েই রয়েছে একটি মন্দির, যেখানে সারা সপ্তাহ ভিড় জমান পর্যটকরা। রবিবার ছুটির দিন থাকায়, তা বেড়ে যায় দ্বিগুণ।

ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমে পড়েছে ময়দানে। নদীর স্রোত থেকে এখনও  পর্যন্ত উদ্ধার হয়েছে ৮ জন। দুই জন মহিলা ভাঙা ব্রিজের নীচে চাপা পড়ে গিয়েছে বলে খবর। সেতুর পরিস্থিতি যে দুর্গম, সেই নিয়ে নাকি আগেও সুর চড়িয়েছিল স্থানীয়। বছর চার আগে প্রশাসনকে এই দুর্দশা প্রসঙ্গে জানানো হয়েছিল বলে খবর। কিন্তু তারপরেও হয়নি মেরামতির কাজ। অবশেষে রবির দুপুরেই ভেঙে পড়ল সেতুটি।

বিকাল নাগাদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

এই ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে সমবেদনা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন তিনি লিখেছেন, ‘সাম্প্রতিককালে একের পর এক বিপর্যয় দেখে আমি স্তম্ভিত। পুনের সেতু ভেঙে পড়ার ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে  শুনলাম। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’