নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি সপ্তাহেই তাঁর মন্ত্রিসভা প্রসারিত করতে পারেন। বিজেপির শীর্ষ স্তরে তারই মহড়া চলছে। মন্ত্রিসভা সম্প্রসারণে প্রায় দেড় ড’জন নতুন মন্ত্রীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার সম্প্রসারণে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া হবে।
এরই মধ্যে মঙ্গলবার সন্ধেয় প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে শীর্ষস্তরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক বাতিল করা হয়েছে।মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনার মাঝে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নারায়ণ রাণা-সহ বেশ কয়েকজন নেতাকে আজ দিল্লিতে ডাকা হয়েছে। একাধিক সাংসদ ও তিন নেতা আজই দিল্লি পৌঁছে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে শান্তনু ঠাকুরও দিল্লি যাচ্ছেন। বাংলার আরও দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও লকেট চট্টোপাধ্যায়ের নামও রয়েছে চর্চায়।
সূত্রের খবর, মন্ত্রী পরিষদের আসন্ন রদবদল ও সম্প্রসারণে যাদের অন্তর্ভুক্ত করা যেতে পারে তাঁরা হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী, সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বৈজয়ন্ত পান্ডা, রাকেশ সিং, নারায়ণ রেন, হিনা গাভিত। সন্ধ্যা রাই, সুনিতা দুগল, জেডিউ নেতা আরসিপি সিং, ললন সিং এবং সন্তোষ কুমার প্রমুখের নাম মূলত আলোচনায় রয়েছেন।
আরও পড়ুন: ‘টুইটার কি ভাবছে যতদিন ইচ্ছা সময় নেবে…’, কড়া বার্তা হাইকোর্টের
উল্লেখ্য, মোট ৫৭ জন মন্ত্রী নিয়ে মোদী সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এর মধ্যে ২৪ জন ক্যাবিনেট, ৯ টি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ২৪ জন প্রতিমন্ত্রী। তবে এর মধ্যে অনেক মন্ত্রীর একাধিক মন্ত্রক রয়েছে। শিবসেনা ও আকালি দলকে বিচ্ছিন্ন করার পরে এবং রাম বিলাস পাসওয়ানের মৃত্যুর পরে মন্ত্রিপরিষদের মন্ত্রীর সংখ্যা নেমে এসেছে ২১-এ। একজন প্রতিমন্ত্রীও মারা গিয়েছেন। সুতরাং বর্তমানে মাত্র ৫৩ জন মন্ত্রী রয়েছেন। গত এক বছর ধরে করোনার কারণে মন্ত্রিসভা সম্প্রসারণ করা যায়নি।