
কলকাতা: ডিভোর্সের পর স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের খোরপোশ নেওয়ার ঘটনা ইদানিং বড়ই বেড়েছে। বলা বাহুল্য, এটাই এখন ‘নতুন নিয়ম’। কেউ চাইছেন ৫০০ কোটি, কেউ আবার হাজার। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদ ও স্ত্রীয়ের খোরপোশের দাবি ঘিরে চড়ে সুর। দ্বিধা বিভক্ত হন নেটিজেনরা।
সম্প্রতি, এমন নজির দেখা গিয়েছে, যেখানে আদালত রায় দিয়েছে যে, স্বামী কর্মহীন হলেও বিবাহ-বিচ্ছেদের পর স্ত্রীয়ের ভরণপোষণের দায়িত্ব তাঁকেই নিতে হবে। কিন্তু একটি ডিভোর্সের ঘটনায় একজন স্ত্রীয়ের খোরপোশ চাওয়া যতটা স্বাভাবিক, দাড়িপাল্লায় কি ঠিক ততটাই ভার স্বামীর দিকেও? অর্থাৎ একজন স্ত্রীয়ের কাছ থেকে কি পাল্টা প্রতি মাসে খোরপোশ দাবি করতে পারেন স্বামী? কী বলছে আইন?
স্ত্রীয়ের কাছ থেকে নাকি ভরণপোষণের টাকা নিতে পারেন স্বামী। এমনটাই বিধি রয়েছে ভারতের হিন্দু ম্যারেজ অ্যাক্ট আইনে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আইনজীবী অনন্ত মালিক বলছেন, ‘হিন্দু ম্যারেজ অ্যাক্টের ২৪ নম্বর ধারা অনুযায়ী, স্ত্রীয়ের কাছ থেকে মামলা লড়ার খরচ পেতে পারেন স্বামী। এই একই আইনের ২৫ নং ধারা অনুযায়ী, স্থায়ী ভাবেই স্ত্রীয়ের কাছ থেকে খোরপোশ পাওয়ার অধিকারী হন স্বামী।’
কোন ক্ষেত্রে স্ত্রীকে মানতে হবে এই বিধি?
সেই আইনজীবী অনুযায়ী, যদি কোনও স্বামীর যথাযথ আয় না থাকে, সে যদি কর্মহীন হয়। উল্টো দিকে স্ত্রী মোটামুটি ভাবে ভালই আয় করে থাকেন, সেক্ষেত্রে স্ত্রীয়ের থেকে খোরপোশ নেওয়ার যোগ্যতা রাখেন স্বামী।
অবশ্য় যদি কোনও বিবাহ-বিচ্ছেদ দুই জনের মতানুসারে হয়। কিংবা দুই পক্ষের কেউই খোরপোশের পথে না এগোয়। তখন এই বিধি লাগু হয় না।