Sadhguru Planted Sapling: এক বছরে ১ কোটির অধিক চারা রোপণ! নজির গড়লেন সদগুরু

Sadhguru Planted Sapling: এই প্রসঙ্গে একটি প্রেস বিবৃতি জারি করে সদগুরুর সংস্থা ইশা ফাউন্ডেশন জানিয়েছে, 'এখনও পর্যন্ত মোট ১২.২ কোটি চারাগাছ রোপণ করা সম্ভব হয়েছে। যা ২.৩৮ লক্ষ দেশের কৃষককে কৃষিকাজে সহায়তা করছে।

Sadhguru Planted Sapling: এক বছরে ১ কোটির অধিক চারা রোপণ! নজির গড়লেন সদগুরু

|

Jun 05, 2025 | 6:03 PM

নয়াদিল্লি: তিনি আধ্যাত্মিক গুরু। তবে ধর্ম-ধ্যানের প্রতি তাঁর ভূমিকা যতটা, তার চেয়েও ভূমিকা রয়েছে পরিবেশ পালনে। আর সেই কথাটাই বিশ্ব পরিবেশ দিবসে প্রমাণ করে দিলেন সদগুরু।

কাবেরীর আহ্বান (Cauvery Calling) তাঁর শুরু করা আন্দোলনের ফল পেল এই ধরিত্রী। জানা গিয়েছে, এই আন্দোলনের মাধ্যমে ২০২৪ থেকে ২৫ সাল পর্যন্ত কাবেরীর তীরে মোট ৩৪ হাজার একর জমিতে ১.৩৬ কোটি চারা গাছ রোপণ করেছেন সদগুরু ও তাঁর অনুরাগীরা।

এই প্রসঙ্গে একটি প্রেস বিবৃতি জারি করে সদগুরুর সংস্থা ইশা ফাউন্ডেশন জানিয়েছে, ‘এখনও পর্যন্ত মোট ১২.২ কোটি চারাগাছ রোপণ করা সম্ভব হয়েছে। যা ২.৩৮ লক্ষ দেশের কৃষককে কৃষিকাজে সহায়তা করছে। এমনকি, গতবছরই ৫০ হাজারের অধিক কৃষক ও সাধারণ নাগরিক পরিবেশ পরিবর্তনের এই আন্দোলনে সামিল হয়েছেন।’

কী এই কাবেরীর আহ্বান?

সদগুরুর সংস্থা সূত্রে জানা গিয়েছে, এটি আসলে কৃষকদের দ্বারা চালিত একটি আন্দোলন। যা পরিবেশকে নতুন রূপ প্রদান করবে। সদগুরু জানিয়েছেন, ‘এই আন্দোলন গোটা বিশ্বকে দেখিয়ে দেবে যে সঠিক পদক্ষেপ নিলে অনুর্বর, ক্ষয়ে যাওয়া মাটিকেও পরিবর্তন করা যায়। যারা এই ধরিত্রীর মাটি ও জল দ্বারা পুষ্ট তাদের প্রত্যেকের উচিত এই আন্দোলনে সামিল হওয়া ও আমাদের কল্পনাকে বাস্তব রূপ দেওয়া।’

এই আন্দোলনের আরও এক কর্তা আনন্দ এথিরাজালু জানিয়েছেন, ‘UNFCCC-এর COP29 শীর্ষ সম্মেলনে আমাদের বার্তা খুব স্পষ্ট ছিল। গোটা বিশ্বের জলবায়ুর ৪ শতাংশের কম কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। যা পরিবর্তন করা প্রয়োজন।’