
নয়াদিল্লি: উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বিজেপি বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল সিবিআই। এবার সেই মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামিকাল, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতি অবকাশকালীন বেঞ্চে সিবিআইয়ের করা মামলার শুনানি হবে।
প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চে থাকছেন বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ। এদিন সকাল ১১টার সময় এই মামলার শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। ২০১৭ সালে বাঙ্গেরমউ কেন্দ্রের চার বারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর সঙ্গী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন নির্যাতিতা। তখন তিনি ছিলেন নাবালিকা। সেই মামলায় ২০১৮ সালে এপ্রিল মাসে কুলদীপকে গ্রেফতার করে পুলিশ। তার কিছুদিনের মধ্য়েই বিজেপি তাঁকে দল থেকে বহিষ্কার করে দেয়। অবশেষে এই মামলায় কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়।
কিন্তু গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সেই যাবজ্জীবন কারাবাসের সাজা মকুব করে দেয়। তারপরই নতুন করে উন্নাও নিয়ে সাড়া তৈরি হয় দেশ জুড়ে। ইন্ডিয়া গেটের সামনে চলে অবস্থান বিক্ষোভ। নির্যাতিতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান তাঁর মা। বলে রাখা প্রয়োজন, কুলদীপের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলাকালীন আচমকাই একটি ট্রাকের ধাক্কায় আহত হয়ে মৃত্যু হয় তাঁর দুই সদস্যের। যার মধ্য়েই একজন ছিলেন নির্যাতিতার বাবা। এই দুর্ঘটনায় জখম নির্যাতিতা ও তাঁই আইনজীবীও।
সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভরত অবস্থায় পুনরায় সেই দুর্ঘটনার কথা তুলে ধরেন নির্যাতিতা। কুলদীপ জামিন পেলে তাঁর প্রাণনাশ হতে পারে বলেই আশঙ্কাপ্রকাশ করেন তিনি। নির্যাতিতা বলেন, ‘কুলদীপ মুক্তি পাওয়ায় আমরা ভীত। ওঁ আমার বাবাকেও খুন করিয়েছে।’