Pahalgam Attack: কাশ্মীরে ‘অ্যাকশন’ বাড়াবে সেনা? প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে দেশের CDS অনিল চৌহান

Pahalgam Attack: পহেলগাঁও হামলার পর উপত্যকায় 'অ্যাকশনে' নেমেছে ভারতীয় সেনা। ইতিমধ্যে প্রায় ১০ জঙ্গি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। এবার এই আবহেই প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে CDS।

Pahalgam Attack: কাশ্মীরে অ্যাকশন বাড়াবে সেনা? প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে দেশের CDS অনিল চৌহান
বাঁদিকে রাজনাথ সিং, ডানদিকে CDS অনিল চৌহান Image Credit source: PTI

|

Apr 27, 2025 | 5:09 PM

নয়াদিল্লি: আরও প্রত্যাঘাতের পথে নামতে চলেছে ভারতীয় সেনা? রবিবার বিকালেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দেশের CDS অনিল চৌহান। পহেলগাঁও হামলার পর উপত্যকায় ‘অ্যাকশনে’ নেমেছে ভারতীয় সেনা। ইতিমধ্যে প্রায় ১০ জঙ্গি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। এবার এই আবহেই প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে CDS।

কখন হবে এই বৈঠক?

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আজ বিকাল ৫টা নাগাদ হতে চলেছে সেই বিশেষ বৈঠক। কিন্তু ঠিক কী নিয়ে আলোচনা হবে সেই নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ওয়াকিবহাল মহলের দাবি, মূলত কোন লাইনে এগোবে ভারত, প্রত্যাঘাত নাকি প্রতিরক্ষা। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আয়োজিত হতে চলেছে এই বৈঠক।

উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরনের হামলার পর থেকে যুদ্ধকালীন তৎপরতার সহিত ময়দানে নেমে পড়েছে ভারতীয় সেনা। একাধিক লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলেও , হাতে আসেনি সেই নাশকতার মূল কাণ্ডারিরাও। এমনকি, গতরাতে আদিল, আসিফ, আহসানের পর আরও এক লস্কর জঙ্গির বাড়ি বিস্ফোরণে গুঁড়িয়ে দিয়েছে সেনা। এরপর দিন পেরতেই বিশেষ বৈঠক। যার দিকে তাকিয়ে গোটা দেশ।