Operation Sindoor: এবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের, ফের বড় কোনও সিদ্ধান্তের ইঙ্গিত?

Operation Sindoor: বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। মাত্র ২৫ মিনিটের 'অপারেশন সিঁদুর'। তারই মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটিগুলি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।

Operation Sindoor: এবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের, ফের বড় কোনও সিদ্ধান্তের ইঙ্গিত?
ফাইল ফোটোImage Credit source: PTI

May 07, 2025 | 4:47 PM

নয়াদিল্লি: ১৫ দিনের মাথায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ‘অপারেশন সিঁদুর’-র পর কি আরও কোনও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? এই নিয়ে নতুন জল্পনার মধ্যেই আগামিকাল (বৃহস্পতিবার) সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা ছাড়া পাবে না বলে তখনই হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি সেনাকে বার্তা দেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, তা ঠিক করার পূর্ণ স্বাধীনতা রয়েছে সেনার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া জবাব যে দেওয়া হবে, গত কয়েকদিনে তা বারবার বুঝিয়ে দিয়েছিল কেন্দ্র। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করা হয়। গত কয়েকদিনে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।

তারপরই বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। মাত্র ২৫ মিনিটের ‘অপারেশন সিঁদুর’। তারই মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটিগুলি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। জানা গিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিরোধী দলগুলিকে বিস্তারিত জানাতেই এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডলে সর্বদলীয় এই বৈঠকের কথা জানিয়েছেন। পার্লামেন্ট কমপ্লেক্সের পার্লামেন্ট লাইব্রেরি বিল্ডিংয়ে এই বৈঠক হবে। রিজিজু জানিয়েছেন, সকাল ১১টা বৈঠক শুরু হবে।