AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন করতে কাশ্মীরে বিশেষ সেন্টার গড়ল কেন্দ্র

Climate Change: এক মুখপাত্র জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব সম্পর্কে আরও বেশি করে সচেতন হওয়া যাবে এই উদ্যোগে। চেনানি তহশিলে মান্দোলত গ্রামে এই সেন্টারের উদ্বোধন করেছেন মন্ত্রী।

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন করতে কাশ্মীরে বিশেষ সেন্টার গড়ল কেন্দ্র
Image Credit: PTI
| Updated on: Apr 09, 2025 | 9:28 PM
Share

নয়া দিল্লি: দেশের প্রথম ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের ‘স্টেশন’ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জম্মু ও কাশ্মীরের উধমপুরে গত মঙ্গলবার সেই স্টেশন উদ্বোধন করেন তিনি। জানা গিয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব জম্মুতে রয়েছে ‘হিমালয়ান হাই অলটিটিউড অ্যাটমোস্ফেরিক অ্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার’। সেখানেই হিমালয় ও সংলগ্ন অঞ্চলে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণা করা হবে।

এক মুখপাত্র জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব সম্পর্কে আরও বেশি করে সচেতন হওয়া যাবে এই উদ্যোগে। চেনানি তহশিলে মান্দোলত গ্রামে এই সেন্টারের উদ্বোধন করেছেন মন্ত্রী। জম্মু ও কাশ্মীরের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মন্ত্রীও উপস্থিত ছিলেন সেখানে।

ওই সেন্টার সম্পর্কে নিজের এক্স মাধ্যমে একটি পোস্টও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, কেন্দ্রশাসিত ওই অঞ্চলের মানুষ তাঁকে কীভাবে স্বাগত জানিয়েছেন উধমপুরের নাথাটপে।

নতুন এই স্টেশন নিয়ে আশায় পরিবেশবিদরাও। বর্তমানে জলবায়ু পরিবর্তন এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তাই কেন্দ্রের এই উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ।