New CJI of Supreme Court: গবাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, আগামী মাসেই নেবেন প্রধান বিচারপতির দায়িত্ব

Justice Surya Kant New CJI: সোমবার পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করেছিলেন বর্তমান বিচারপতি বিআর গবাই। আগামী মাসেই তাঁর অবসরগ্রহণের পালা। আর তার আগেই নিজের উত্তরসূরির নাম সুপ্রিম কোর্টের নিয়ম মেনে প্রস্তাব করে দেন তিনি।

New CJI of Supreme Court: গবাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, আগামী মাসেই নেবেন প্রধান বিচারপতির দায়িত্ব
বিচারপতি সূর্য কান্তImage Credit source: PTI

|

Oct 30, 2025 | 8:42 PM

নয়াদিল্লি: বিচারপতি সূর্য কান্তের নামে অনুমোদন করল কেন্দ্র। বিআর গবাইয়ের উত্তরসূরি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন তিনিই। সম্প্রতি দেশের ৫৩ তম প্রধান বিচারপতির নাম সুপারিশ করেছিলেন বর্তমান প্রধান বিচারপতি বিআর গবাই। এবার সেই প্রস্তাবেই ‘গ্রিন সিগন্যাল’ কেন্দ্রীয় আইন মন্ত্রকের। বৃহস্পতিবার সন্ধ্য়ায় একটি বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট নিয়োগের কথা জানিয়েছে তারা।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লেখেন, ‘ভারতের সংবিধান কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তকে নিযুক্ত করলেন।’ আইন মন্ত্রকের বিবৃতি মাধ্যমে জানা গিয়েছে, আগামী ২৪ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বগ্রহণ করবেন তিনি।

সোমবার পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করেছিলেন বর্তমান বিচারপতি বিআর গবাই। আগামী মাসেই তাঁর অবসরগ্রহণের পালা। আর তার আগেই নিজের উত্তরসূরির নাম সুপ্রিম কোর্টের নিয়ম মেনে প্রস্তাব করে দেন তিনি। সাধারণ ভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, তাঁর নামই প্রস্তাব করতে হয় বর্তমান প্রধান বিচারপতিকে। আর সেই নিয়মেই প্রধান বিচারপতি বিআর গবাইয়ের (৬৪) পর সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ বিচারপতি সূর্য কান্ত (৬৩)।

বলে রাখা প্রয়োজন, বর্তমান প্রধান বিচারপতি বিআর গবাইয়ের কার্যকাল তুলনামূলক ভাবে অল্পই ছিল। তবে বিচারপতি সূর্য কান্তের ক্ষেত্রে তেমনটা। বর্তমানে তাঁর বয়স ৬৩। তাই তাঁর কার্যকালের মেয়াদও হবে অনেকটা, প্রায় ১৫ মাস। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন তিনি।