Tripura: ভয়াবহ পরিস্থিতি ত্রিপুরায়, কোলের সন্তান নিয়ে ঘর ছেড়ে পথে…

BJP: রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির মানিক সরকার ২৪ ঘণ্টা পরিস্থিতির নজরদারি চালাচ্ছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। নিজে গিয়েছেন একাধিক দুর্গত এলাকায়। নিহতদের পরিবারের জন্য ইতিমধ্যেই ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Tripura: ভয়াবহ পরিস্থিতি ত্রিপুরায়, কোলের সন্তান নিয়ে ঘর ছেড়ে পথে...
বৃষ্টির কারণে ঘর ছেড়ে পথে। Image Credit source: ANI

Aug 23, 2024 | 10:03 PM

ত্রিপুরা: ভয়াবহ বন্যা পরিস্থিতি ত্রিপুরায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এখনও অবধি ২৪ জনের মৃত্যু হয়েছে। গত ৩০ বছরে এমন ভয়াবহ বন্যা ত্রিপুরাবাসী দেখেননি। ত্রিপুরাকে ৪০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। শুক্রবারই এক্স হ্যান্ডেলে তা জানান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

অমিত শাহ লেখেন, ‘ত্রিপুরার বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্র সরকার অগ্রিম ৪০ কোটি টাকা অনুমোদন করেছে। এসডিআরএফ-এর খাতে এই টাকা দেওয়া হচ্ছে। যাতে দুর্গতদের জন্য সেই টাকা খরচ করা যায়। ১১টি এনডিআরএফ টিম, ৩ কলাম সেনা, বায়ুসেনার ৪টি হেলিকপ্টার ইতিমধ্যেই পাঠানো হয়েছে।’

গত ১৯ অগস্ট থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে ত্রিপুরায়। দক্ষিণ ত্রিপুরার জেলায় একদিনে ২৮৮.৮ মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে। খোয়াই, পশ্চিম ত্রিপুরা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরার বন্যা পরিস্থিতি ভয়াল।

সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির মানিক সরকার ২৪ ঘণ্টা পরিস্থিতির নজরদারি চালাচ্ছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। নিজে গিয়েছেন একাধিক দুর্গত এলাকায়। নিহতদের পরিবারের জন্য ইতিমধ্যেই ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, এখনও অবধি ৫৫৮টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। ১.২৮ লক্ষ মানুষকে এখনও অবধি উদ্ধার করা হয়েছে। খাবার, পানীয় জল, চিকিৎসা পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার।