
নয়াদিল্লি: সামনেই বাদল অধিবেশন। তার আগে নিজেদের কৌশল তৈরি করে নিয়েছে ইন্ডিয়া জোট। কিন্তু কৌশল তৈরি করলেও, তার তো একবার মহড়া করে নেওয়া প্রয়োজন। রাজনৈতিক মহল বলছে, সেই মহড়ার সময় এসে গিয়েছে।
রবিবারই বাদল অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। শনিবার সংবাদমাধ্যমকে সংসদের পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, সংসদে ওঠা গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে আলোচনা যেতে রাজি আছে কেন্দ্র। এমনকি, এই অধিবেশনেই মোট তিনটি বিল, যেমন জন বিশ্বাস বিল ২০২৫, ন্যাশনাল স্পোর্টস গভার্ন্যান্স বিল ২০২৫ ও মার্চেন্ট শিপ বিল নিয়েও আলোচনা হতে পারে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।
সেই সূত্র ধরেই আগামিকাল অর্থাৎ ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। যা চলবে ২১ অগস্ট পর্যন্ত। আর সেই অধিবেশনের আগে সংসদের রবিবার বসল সর্বদলীয় বৈঠক।
নয়াদিল্লি সূত্রে খবর, অধিবেশন শুরুর আগেই সর্বদলীয় বৈঠক থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবে বিরোধী শিবির। ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে ঠিক যেমন আলোচনা হয়েছিল। সেই লাইনেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবে তারা। এদিন কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, ‘পহেলগাঁও নিয়েই আলোচনা হবে। সীমান্তে যেভাবে সংঘর্ষ হল, তা নিয়ে একটা আলোচনা প্রয়োজন।’
পাশাপাশি, বিহারে চলা ভোটার সমীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গৌরব। তিনি বলেন, ‘ভোটাধিকার এই দেশের প্রতিটা নাগরিকের অধিকার। প্রধানমন্ত্রী মোদীকে সেই নিয়ে চলা উদ্বেগ প্রসঙ্গে জবাবদিহি করতেই হবে।’