বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তথা সিইও এবং ম্য়ানেজিং ডিরেক্টর (এমডি) চন্দ্রশেখর ঘোষ। ‘এনডিটিভি প্রফিট’-এর এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ জুলাই স্বেচ্ছাবসর নিচ্ছেন তিনি। চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং এমডি হিসাবে তাঁর কার্যকাল শেষ হওয়ার পর অবসর নেবেন তিনি। তবে এবার আরও বড় দায়িত্ব সামলাতে চান।
২০১৫ সালের ১০ জুলাই থেকে বন্ধন ব্যাঙ্ক লিমিটেডের গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলে চলেছেন চন্দ্রশেখর ঘোষ। প্রতিবেদনে লেখা হয়েছে, ৫ এপ্রিল বোর্ড অব ডিরেক্টর্সকে দেওয়া চিঠিতে চন্দ্রশেখর বোস জানান, প্রায় এক দশকের কাছাকাছি সময় যাবৎ বন্ধন ব্যাঙ্কের এই দায়িত্ব সামলানোর পর এবার বন্ধন গ্রুপের আরও বৃহত্তর দায়িত্ব সামলানোর পথে হাঁটার সময় এসেছে তাঁর।
বন্ধন গোষ্ঠীর নীতি নির্ধারণ ও কৌশল নির্ধারণের ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার সময় এসেছে বলে অনুভব করেছেন তিনি। ২০০৯ সালে আরবিআইয়ের অধীনে নন-ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানি হিসাবে বন্ধন ব্যাঙ্কের রেজিস্ট্রেশন হয়। ২০১৩ সালে ব্যাঙ্ক তৈরির আবেদন জানান আরবিআইয়ে। ২০১৫ সালে ব্যাঙ্কিং লাইসেন্স পায় বন্ধন। সেই থেকে এক নতুন অধ্যায়ের পথ চলা শুরু। এই মুহূর্তে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬২৬২টি শাখা রয়েছে বন্ধন ব্যাঙ্কের। তিন কোটির উপরে গ্রাহক।