Chandrayaan-3: ‘চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছি, মাধ্যাকর্ষণ অনুভব করছি’, বার্তা পাঠাল চন্দ্রযান-৩

Kaamalesh Chowdhury | Edited By: Sukla Bhattacharjee

Aug 05, 2023 | 10:50 PM

ISRO: চাঁদের মাটি স্পর্শ করার ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হতে চললেও দক্ষিণ মেরুতে পৌঁছনোর ক্ষেত্রে প্রথম হওয়ার সুযোগ পেতে চলেছে ভারত। কেননা কোনও দেশের যান এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি।

Chandrayaan-3: চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছি, মাধ্যাকর্ষণ অনুভব করছি, বার্তা পাঠাল চন্দ্রযান-৩
চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩।
Image Credit source: Twitter/ISRO

Follow Us

বেঙ্গালুরু: চন্দ্রাভিযানে আরও এক সাফল্য ইসরো (ISRO)-র। চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। শনিবার সন্ধ্যায় নির্বিঘ্নে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। শুধু চাঁদের কক্ষপথে প্রবেশ করা নয়, চন্দ্রের মাধ্যাকর্ষণ অনুভব করছে বলেও বার্তা পাঠিয়েছে চন্দ্রযান-৩। অর্থাৎ এখনও পর্যন্ত সফল অপারেশন ইসরো-র।

ইসরো সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে উত্‍‍ক্ষেপণ হয় চন্দ্রযান-৩। তারপর ২২ দিন পর এদিন সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছে, ৭টা ১২ মিনিটে অপারেশন শুরু হয়। ১৮৩৫ সেকেন্ড ধরে চলে। তাতেই লক্ষ্যপূরণ। চাঁদের ১৬৪ কিলোমিটার বাই ১৮ হাজার ৭৪ কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। এই নিয়ে তৃতীয় বার চাঁদের কক্ষপথে পৌঁছল ইসরো। পরবর্তী অপারেশন আগামিকাল রাত ১১টায়। সুতরাং এবার চাঁদের আরও কাছে যাওয়ার পালা ইসরোর চন্দ্রযানের। দফায়-দফায় ৫ বার চাঁদের কক্ষপথ বদলাবে চন্দ্রযান-৩। এরপর যানের প্রাথমিক লক্ষ্য, চাঁদের ১০০ কিলোমিটারের গোলাকার কক্ষপথে পৌঁছনো। তারপর আগামী ১৭ অগস্ট প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হবে। সেটাই বড় পরীক্ষা। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট বিকালে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার বিক্রম।

প্রসঙ্গত, এর আগে চাঁদের মাটি ছুঁয়েছে আমেরিকা, রাশিয়া, চিন। চন্দ্রযান-৩ যদি ঠিকঠাক চাঁদের মাটি স্পর্শ করতে পারে, তাহলে চন্দ্রযান পাঠানোয় ভারত হবে চতুর্থ দেশ। চাঁদের মাটি স্পর্শ করার ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হতে চললেও দক্ষিণ মেরুতে পৌঁছনোর ক্ষেত্রে প্রথম হওয়ার সুযোগ পেতে চলেছে ভারত। কেননা কোনও দেশের যান এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি। ২০০২ সালে ভারতেরই চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুতে নামার চেষ্টা করেছিল। কিন্তু, একেবারে শেষ মুহূর্তে সমস্ত স্বপ্ন ভেঙে পড়ে। চাঁদের মাটিতে আছড়ে পড়ে সেটি। তবে আবার স্বপ্ন পূরণের সুযোগ এসেছে। এবার কী হয়, সেই অপেক্ষায় ইসরো থেকে দেশবাসী।

Next Article