Ration News: তালা ভেঙে রেশন দোকানে ঢুকে পড়ল ক্ষিপ্র জনতা, তারপর…

Ration News: যার জেরে তৈরি হয় বিরক্তি। রেশন ডিলারের আসার বালাই নেই দেখে ক্ষেপে ওঠে জনতা। বাড়ে বিশৃঙ্খলা। চলে হামলা। কেউ দেওয়াল টপকে, কেউ আবার গেট টপকে রেশন দোকানে ঢোকার চেষ্টা করেন।

Ration News: তালা ভেঙে রেশন দোকানে ঢুকে পড়ল ক্ষিপ্র জনতা, তারপর...
Image Credit source: X

|

Jun 23, 2025 | 4:01 PM

ছত্তীশগঢ়: রেশনের দোকানে তুমুল বচসা। রবিবার উত্তাল পরিস্থিতি। ক্ষেপে লাল জনতা। ভাঙল রেশন দোকানের গেট। তৈরি হল পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি।

কিন্তু হঠাৎ করে এত উত্তেজনার কারণটাই বা কী?ঘটনার কেন্দ্রবিন্দু ছত্তীশগঢ়ের গড়িয়াবন্ধ জেলার ৩ নম্বর ওয়ার্ড। একটি সরকারি সিদ্ধান্ত ঘিরেই বেড়েছে উত্তেজনা। বেড়েছে জনস্রোত। সম্প্রতি সেই রাজ্যে তিন মাসের রেশন একেবারে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রশাসন। আর তারপরেই জেলা জুড়ে তৈরি হয়েছে হট্টগোল। রেশন নিতে দোকানের সামনে ভিড় জমিয়েছে বিপুল সংখ্যক উপভোক্তা। যার জেরে তৈরি হয়েছে উত্তেজনা।

রবিবার গড়িয়াবন্ধ জেলার ৩ নম্বর ওয়ার্ডেও ঠিক এমনই কাণ্ড ঘটেছে। তিন মাসের রেশন নিতে ছুটির দিনের ভিড় জমান বহু মানুষ। মহিলা, বয়স্ক ও শিশু মিলিয়ে একেবারে ঠাসা ভিড় রেশন দোকানের সামনে। কিন্তু হদিশ রেশন ডিলারের। বন্ধই পড়ে রয়েছে দোকান। গেটে ঝুলছে তালা। ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে মানুষ।

 

যার জেরে তৈরি হয় বিরক্তি। রেশন ডিলারের আসার বালাই নেই দেখে ক্ষেপে ওঠে জনতা। বাড়ে বিশৃঙ্খলা। চলে হামলা। কেউ দেওয়াল টপকে, কেউ আবার গেট টপকে রেশন দোকানে ঢোকার চেষ্টা করেন। সেই টানাপোড়েনেই ভেঙে যায় লোহার দরজাটি। রেশন দোকানে ঢুকে পড়ে উত্তেজিত জনতা। এক দৌড়ে হাতিয়ে নিতে যায় প্রয়োজনীয় রেশন দ্রব্য।

স্থানীয়দের দাবি, প্রশাসন শুধু নীতিই তৈরি করে রেখেছে। তার কোনও বাস্তবায়ন ঘটে না। দিনের পর দিন রেশন নিতে এসে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে বিকাল গড়িয়ে যায়। কিন্তু মেলে না রেশন। কখনও ভিড়ের কারণে ফুরিয়ে যায় জিনিস। কখনও বা ঘটে নানা রকমের যান্ত্রিক সমস্যা।