High Court: স্ত্রীর কল রেকর্ড দেখতে আদালতে স্বামী, বিচারপতি বুঝিয়ে দিলেন ‘সম্পর্কের সীমানা’

Chhattisgarh High Court: এদিন সেই মামলাই গিয়েছিল বিচারপতি রাকেশ মোহন পান্ডের সিঙ্গল বেঞ্চে। কিন্তু ওই ব্যক্তির সমস্ত দাবি শোনার পর তা খারিজ করে দেন বিচারপতি।

High Court: স্ত্রীর কল রেকর্ড দেখতে আদালতে স্বামী, বিচারপতি বুঝিয়ে দিলেন সম্পর্কের সীমানা
Image Credit source: Getty Image

|

Jul 17, 2025 | 1:53 PM

রায়পুর: স্ত্রী ব্যক্তিগত পরিধিতে ঢুকতে পারবেন না স্বামী। সম্প্রতি একটি রিট পিটিশনের মামলা খারিজ এমনই নির্দেশ দিল ছত্তীসগঢ় হাইকোর্ট। জানিয়ে দিল, স্ত্রীর ব্যক্তিগত পরিধি ও তথ্য, বিশেষ করে তার মোবাইল কিংবা ব্যাঙ্কের পাসওয়ার্ড আইনি পথে জানার অধিকার স্বামীর নেই।

জানা গিয়েছে, পারিবারিক আদালত হয়ে স্ত্রী কল রেকর্ডিং তথ্যাদি জানতে ছত্তীসগঢ় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এক ব্যক্তি। এদিন সেই মামলাই গিয়েছিল বিচারপতি রাকেশ মোহন পান্ডের সিঙ্গল বেঞ্চে। কিন্তু ওই ব্যক্তির সমস্ত দাবি শোনার পর তা খারিজ করে দেন বিচারপতি।

বিচারপতির পর্যবেক্ষণ, ‘বিয়ে মানেই স্ত্রীর ব্যক্তিগত পরিধিতে হস্তক্ষেপের অলিখিত অধিকার স্বামীর কাছে চলে যাওয়া নয়। তার মোবাইল ফোন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানার কোনও আইনি অধিকার একজন স্বামীর নেই। এরপরেও যদি সে তা জানার চেষ্টা করেন, তবে এটি সেই মহিলার গোপনীয়তা রক্ষা অধিকারকে লঙ্ঘন করা হবে।’

প্রসঙ্গত, এই গোটা ঘটনার সূত্রপাত ২০২২ সালে। স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন স্বামী। তাও আবার বিয়ের ১৫ দিনের মাথায়। স্বামীর দাবি, তার স্ত্রীর আচরণ একেবারেই বদলে গিয়েছে। এমনকি, সে তার শ্বশুর-শাশুড়ির সঙ্গেও খুব বাজে ব্যবহার করছে।

স্বামী নিজের এই অভিযোগ প্রমাণের জন্যই স্ত্রী ফোনের তথ্যদি জানতে প্রথমে পারিবারিক আদালতে দ্বারস্থ হয়। কিন্তু সেখানে ‘ধাক্কা’ খেলে চলে যায় হাইকোর্টে। তাতেও কোনও লাভ হয় না। দিন শেষে স্বামীর রিট পিটিশন খারিজ করে আদালত।