India China Rare Earth: বদলে গেল সমীকরণ! চিনা বিদেশমন্ত্রী ভারতে আসতেই বড় রেহাই পেল দেশের কৃষকরা

India China Rare Earth: বেজিং ইতিমধ্য়ে ভারতের আবেদনের ভিত্তিতে এই তিনটি গুরুত্বপূর্ণ সামগ্রীর রফতানির কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আরও যে সকল আবেদনগুলি জমা পড়ে রয়েছে, তাও তারা পর্যালোচনা করে দেখবে।

India China Rare Earth: বদলে গেল সমীকরণ! চিনা বিদেশমন্ত্রী ভারতে আসতেই বড় রেহাই পেল দেশের কৃষকরা
Image Credit source: PTI

|

Aug 21, 2025 | 6:13 PM

নয়াদিল্লি: ভারতে এসেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। আর তারপরেই চোখের সামনে ‘স্বস্তির আকাশ’ দেখছেন দেশের কৃষকরা। কিন্তু চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের কৃষকদের সম্পর্কটাই বা কি? নয়াদিল্লি সূত্রে খবর, ভারতের বহুদিনের আবেদন অবশেষে রেখেছে বেজিং। তিনটি গুরুত্বপূর্ণ সামগ্রী আবার এ দেশে রফতানি করতে রাজি হয়েছে তাঁরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সার, দুষ্প্রাপ্য খনিজ পদার্থ বা রেয়ার আর্থ এবং সুড়ঙ্গ খোঁড়ার বোরিং মেশিন-সহ তিনটি গুরুত্বপূর্ণ সামগ্রী পুনরায় চিন থেকে ভারতে রফতানি করতে রাজি হয়েছে বেজিং। আর তা চিনের বিদেশমন্ত্রীর সফরের মধ্যে দিয়েই পুনরায় ‘অনুমোদন’ পেয়েছে বলেই মত একাংশের।

সোমবার চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লিতে দু’দিনের সফরে এসে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে জানিয়েছেন যে বেজিং ইতিমধ্য়ে ভারতের আবেদনের ভিত্তিতে এই তিনটি গুরুত্বপূর্ণ সামগ্রীর রফতানির কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আরও যে সকল আবেদনগুলি জমা পড়ে রয়েছে, তাও তারা পর্যালোচনা করে দেখবে।

কিন্তু কেনই বা এই তিন সামগ্রী রফতানির জন্য ভারতকে বেজিংয়ের কাছে আবেদন জানাতে হয়েছে? চলতি বছরেই লাইসেন্সিংয়ের মাধ্যমে ফার্টিলাইজ়ার, সুড়ঙ্গ খোদাইয়ের মেশিন এবং খনিজ পদার্থ ভারতে রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপায় বেজিং। যার জেরে সমস্যায় পড়ে ভারতীয় ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি প্রভাব পড়ে কৃষিকাজে। কারণ, রবি শস্যের জন্য প্রয়োজনীয় সার ডিঅ্যামোনিয়াম ফসফেট চিন থেকে রফতানি একেবারে বন্ধ হয়ে যায়। এছাড়াও, নানা নির্মাণ কাজ, বিশেষ মেট্রোর মতো কাজও বাধাপ্রাপ্ত হয়। কারণ সুড়ঙ্গ খোদাইয়ের জন্য প্রয়োজনীয় বোরিং মেশিন তৈরি হয় সেই দেশেই। এবার সেই সব বাধাই সরে গেল চিনের বিদেশমন্ত্রীর হাত ধরে।