
নয়াদিল্লি: গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার। বিজেপির সদর দফতরে এলেন চিনের শাসক দল বা চিনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)র প্রতিনিধিরা। হল বৈঠক। আন্তর্জাতিক স্তরে এমন দলীয় বৈঠকের নজির কম। ভারতের নিরিখে গালওয়ান সংঘর্ষের পর এমন বৈঠক প্রথম।
সোমবার নিজের এক্স হ্য়ান্ডেলের এই বৈঠকের কিছু মুহূর্ত তুলে ধরেন বিজেপির বিদেশ বিষয়ক দফতরের প্রধান বিজয় চৌথাইওয়ালে। বৈঠকের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিজেপি এবং চিনের কমিউনিস্ট পার্টির মধ্যে আন্তঃদলীয় যোগাযোগ উন্নত করার স্বার্থে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।’
জানা গিয়েছে, সিপিসি বা চিনা কমিউনিস্ট পার্টির তরফে এই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন সিপিসির আন্তর্জাতিক বিভাগের (IDCPC) ভাইস মিনিস্টার সান হাইয়ান। অন্যদিকে বিজেপির তরফে বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিং। এছাড়াও আন্তর্জাতিক স্তরে হওয়া এই আন্তঃদলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইয়ং।
A delegation of Communist Party of China under the leadership of H.E. Ms. Sun Haiyan, (Vice Minister, IDCPC) visited BJP head office today. During the discussion, a BJP delegation headed by party Gen. Sec. Shri Arun Singh Ji discussed at length the means to advance inter party… pic.twitter.com/5wa89nL4Ih
— Dr Vijay Chauthaiwale (@vijai63) January 12, 2026
দলীয় ভাবে চিনের শাসকদল বা সিপিসি সঙ্গে বিজেপির যোগাযোগ বরাবর বেশ ভাল। প্রায় দু’দশক আগে বিজেপির একটি প্রতিনিধি দল সিপিসির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠকের জন্য বেজিং সফরে গিয়েছিল। সেই সময় আন্তঃদলীয় স্তরে হয়েছিল বৈঠক। কিন্তু তারপর থেকে নয়াদিল্লি-বেজিংয়ের সম্পর্কে দিনে-দিনে হয়েছে অম্লমধুর।
সাম্প্রতিককালে ভারতে চিনের বিদেশমন্ত্রী ওয়াংই-র সফরের মাধ্য়মে কিছুটা হলেও মসৃণ হয়েছে এই দুই দেশের সম্পর্ক। পাঁচ বছর পর শুরু হয়েছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা। শুরু হয়েছে মানসরোবর যাত্রাও। আগের তুলনায় কিছুটা হলে শুধরেছে কূটনৈতিক সম্পর্ক, মত ওয়াকিবহাল মহলের।