
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন শ্রী শ্রী শ্রী ত্রিদণ্ডী চিন্না জিয়ার স্বামী, মাইহোম গ্রুপের চেয়ারম্যান ড. জুপল্লী রামেশ্বর রাও ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান রামুরাও। বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। সমতা মূর্তি স্ফূর্তি কেন্দ্র বা স্ট্যাচু অব ইকুয়ালিটি-র তিন বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় এদিন। সেই আমন্ত্রণে মোদী ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গিয়েছে।
৪৫ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেঅ সাক্ষাৎ চলে। স্ট্যাচু অব ইকুয়ালিটি-র গুরুত্ব, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন চিন্না জিয়ার স্বামী। হায়রদাবাদে অবস্থিত এই মূর্তি। সেখানে প্রতিদিন বিশেষ রীতি মেনে এই মূর্তির চত্বরে বিশেষ আরাধনা করা হয়। মূর্তির চত্বরে রয়েছে ১০৮ দিব্যদেশম, যাকে দেবতাদের প্রতিমূর্তি হিসেবে উল্লেখ করা হয়।
জিয়ার ট্রাস্টের অধীনে যে নেত্র বিদ্যালয় চলে ও আয়ুর্বেদ-হোমিওপ্যাথি কলেজ চলে, তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ট্রাস্টের পরিষেবার প্রশংসাও করেছেন তিনি। ড. রামেশ্বর রাও ও রামুরাও যেভাবে আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন, তার প্রশংসাও করেন মোদী।