BR Gavai: আদালত নাকি সংসদ, শীর্ষে কে? তরজা ‘কেটে’ প্রধান বিচারপতি বললেন, সংবিধান…

BR Gavai: রবিবার মুম্বইয়ে মহারাষ্ট্র ও গোয়া বার কাউন্সিলের আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের নতুন প্রধান বিচারপতি বি আর গভাই। সেই অনুষ্ঠান থেকেই চর্চিত তরজায় বাঁধ টানলেন তিনি।

BR Gavai: আদালত নাকি সংসদ, শীর্ষে কে? তরজা কেটে প্রধান বিচারপতি বললেন, সংবিধান...
দেশের প্রধান বিচারপতি বিআর গভাইImage Credit source: PTI

|

May 18, 2025 | 11:37 PM

মুম্বই: আদালত নাকি সংসদ, সর্বোচ্চ স্থানে কে? সম্প্রতি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্যের পর তুঙ্গে উঠেছিল এই চর্চা। বয়ে চলা গঙ্গা, নিজেদের হাত ধুয়ে ছিলেন বিভিন্ন শ্রেণির নেতা-রাজনীতিক ও সাংসদরাই। খোদ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়কেও ক্ষমতার এই বন্টন নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল। কিন্তু দিন শেষে জয় হল কার? গভাই বললেন, সংবিধানের।

রবিবার মুম্বইয়ে মহারাষ্ট্র ও গোয়া বার কাউন্সিলের আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের নতুন প্রধান বিচারপতি বি আর গভাই। সেই অনুষ্ঠান থেকেই চর্চিত তরজায় বাঁধ টানলেন তিনি। ‘লাইভ ল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, কে শীর্ষ সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দেশে সবার শীর্ষ একমাত্র সংবিধানই এবং তিনটি স্তম্ভ যথাক্রমে বিচার, সংসদ ও নির্বাহী বিভাগকে এক সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই অন্য প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা দেখাতেই হবে।’

এরপরেই অনুষ্ঠানে অনুপস্থিত মহারাষ্ট্রের মুখ্যসচিব, পুলিশে ডিজি ও মুম্বইয়ের নগরপালের দিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘যখন একজন মহারাষ্ট্রে ভূমিপুত্র দেশের প্রধান বিচারপতি হন ও তিনি নিজের জন্মভূমিতে আসেন। তখন মহারাষ্ট্রের মুখ্যসচিব, পুলিশের ডিজি ও মুম্বইয়ের নগরপাল সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রয়োজন মনে না করেন, তাহলে তাদের সেই বিষয়ে অবশ্যই চিন্তা করা উচিত।’