বিজেপি মুখ্যমন্ত্রীর সভার আগে পুলিস-কৃষক খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র কার্নাল

Jan 10, 2021 | 2:51 PM

পরিস্থিতি বেগতিক বুঝে কর্মসূচি থেকে পিছু হঠতে হল হরিয়ানার মুখ্যমন্ত্রীকে।

বিজেপি মুখ্যমন্ত্রীর সভার আগে পুলিস-কৃষক খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র কার্নাল
উত্তপ্ত কার্নাল।

Follow Us

নয়া দিল্লি: মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের ‘কিসান মহাপঞ্চায়েত’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হরিয়ানার কার্নাল। পুলিসের বিরুদ্ধে টিয়ার গ্যাসের শেল ফাটানোর অভিযোগ। পাল্টা কৃষকদের বিরুদ্ধে ইট বৃষ্টির অভিযোগও তোলা হয়েছে। আর পরিস্থিতি বেগতিক বুঝে কর্মসূচি থেকে পিছু হঠতে হল হরিয়ানার মুখ্যমন্ত্রীকে।

এদিন কার্নালের কাছেই একটি গ্রামে কিসান মহাপঞ্চায়েতের ডাক দিয়েছিলেন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। কেন্দ্রের নয়া কৃষি আইনের ‘ভাল দিক’ সেখানে তুলে ধরার কথা ছিল তাঁর। কিন্তু মুখ্যমন্ত্রী আসার আগে সকাল থেকেই প্রতিবাদ-বিক্ষোভে সরব হন স্থানীয় কৃষকরা। তাঁদের বক্তব্য, কোনওভাবেই কৃষি আইন তাঁরা মানবেন না।

পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিস গেলে শুরু হয় বচসা। সেখান থেকেই সংঘর্ষ। এরইমধ্যে প্রতিবাদীরা জোর করে মুখ্যমন্ত্রীর সভাস্থল কেমলা গ্রামে ঢুকতে গেলে দু’পক্ষের মধ্যে চরম গোলমাল শুরু হয়। পুলিস টিয়ার গ্যাসের শেল ফাটায়। জল কামানও দাগে বলে অভিযোগ। তবে রোখা যায়নি অন্নদাতাদের। সভাস্থলে তাঁরা প্রবেশ করেই ছাড়েন। এরপরই মুখ্যমন্ত্রীর সভা বাতিলের কথা জানানো হয়।

Next Article