করোনার সুরক্ষাবিধির পাঠ দিতে এগিয়ে এল জোকার, ভিড় বাড়াচ্ছে খুদেরা

arunava roy |

Jun 04, 2021 | 3:06 PM

জোকার বস্তিতে এলেই ভিড় জমে যাচ্ছে। সামাজিক দূরত্ব মেনে তিনি শেখাতে শুরু করেছেন মাস্ক স্যানিটাইজারের ব্যবহার। নিজের উদ্যোগেই এমনটা করছেন অশোক (Ashok Kurmi)।

করোনার সুরক্ষাবিধির পাঠ দিতে এগিয়ে এল জোকার, ভিড় বাড়াচ্ছে খুদেরা

Follow Us

মুম্বই: এক বছরেরও বেশি সময় ধরে দেশে চোখ রাঙাচ্ছে করোনা (Covid)। মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি এখন মানুষের নিত্য সঙ্গী। সম্প্রতি করোনার গ্রাফ সামান্য নিম্নমুখী হলেও এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। দেশের ভ্যাকসিনের ঘটতি। এমন ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করার জন্য জন সচেতনতা জরুরি। মানুষকে করোনা থেকে সচেতন করতে এবার এগিয়ে এল জোকার (Clown)!

এই জোকারকে দেখা যাচ্ছে মুম্বইয়ের নানা বস্তিতে। অশোক কুর্মি কাজ করেন এক ওষুধ সংস্থায়। তিনিই এগিয়ে এসেছেন করোনা আবহে জনগণকে সচেতন করার জন্য। অশোক কুর্মি জোকারের সাজে করোনার সচেতনতার পাঠ দিচ্ছেন। এমন মজার সাজ দেখে এগিয়ে আসছেন অনেকেই। বিশেষ করে খুদেরা।

জোকার বস্তিতে এলেই ভিড় জমে যাচ্ছে। সামাজিক দূরত্ব মেনে তিনি শেখাতে শুরু করেছেন মাস্ক স্যানিটাইজারের ব্যবহার। নিজের উদ্যোগেই এমনটা করছেন অশোক। এর জন্য তাঁর আয়ের অনেকটা ব্যয়ও করতে হচ্ছে তাকে। তবে এতে উপকার হচ্ছে সাধারণ মানুষদের। মজার ভঙ্গিতে জোকার অশোক সবাইকে শিখিয়ে দিচ্ছেন মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার।

ধারাভি-সহ মুম্বইয়ের একাধিক বস্তিতে করোনা ব্যাপক ভাবে ছড়িয়েছে। ভয়াবহ পরিস্থিতিতে পিপিই কিট পরা স্বস্থ্যকর্মীদের দেখে ভয় পেয়েছেন অনেকেই। সেইসব স্বাস্থকর্মীদের কাছে যেতে চাননি বস্তিবাসীরা। তবে অশোক কুর্মির জোকারের সাজ তুমুল ভাবে ভিড় টেনেছে। আর তখনই মজার ছলে বস্তিবাসীদের শিখিয়ে দিয়েছেন করোনার সুরক্ষাবিধি– মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার।

আরও পড়ুন: ফের ধাক্কা, কলকাতায় বাড়ল পেট্রোল ডিজেলের দাম

Next Article