Air India Plane Crash: কী বলতে চেয়েছিলেন পাইলটরা? উদ্ধার হওয়া দ্বিতীয় ‘কালো-বাক্সের’ দিকে তাকিয়ে তদন্তকারীরা

Air India Plane Crash: ঘটনার ২৪ ঘণ্টা পেরতেই বিমানের ডেটা রেকর্ডার বা প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছিল। এবার চার দিনের মাথায় উদ্ধার হল দ্বিতীয় ব্ল্যাক বক্স।

Air India Plane Crash: কী বলতে চেয়েছিলেন পাইলটরা? উদ্ধার হওয়া দ্বিতীয় কালো-বাক্সের দিকে তাকিয়ে তদন্তকারীরা
ঘটনাস্থলের ছবিImage Credit source: PTI

|

Jun 16, 2025 | 11:43 AM

আহমেদাবাদ: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার চার দিন পর অবশেষে হদিশ মিলল দ্বিতীয় ব্ল্যাকবক্সের। ঘটনাস্থলে বিমানের ধ্বংসস্তূপ সরিয়ে এই দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এই ব্ল্যাক বক্সেই বিমানের ককপিটের কথাবার্তা রেকর্ডিং তথ্য। যা থেকে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলেই ধারণা করছেন তদন্তকারীরা।

ঘটনার ২৪ ঘণ্টা পেরতেই বিমানের ডেটা রেকর্ডার বা প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছিল। এবার চার দিনের মাথায় উদ্ধার হল দ্বিতীয় ব্ল্যাক বক্স।

বর্তমানে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে রয়েছে দেশের এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। সাধারণ ভাবে দেশের আকাশসীমার মধ্যে ঘটা যে কোনও রকমের বিমান বিপর্যয়ের দায়িত্ব বর্তায় এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কাঁধেই।

রবিবার এই তদন্তকারীদের সঙ্গেই বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদীর মুখ্যসচিব পিকে মিশ্র। আহমেদাবাদের সার্কিট হাউসে বসেছিল সেই উচ্চ পর্যায়ের বৈঠক। যেখানে AAIB তরফে উপস্থিত ছিলেন উর্ধতন কর্তৃপক্ষরা। ত্রাণ ব্যবস্থা, উদ্ধার ও তদন্তকাজ সব নিয়েই চলে আলোচনা।

তবে শুধু দেশীয় নয়। আন্তর্জাতিক স্তরেও শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আন্তর্জাতিক প্রোটোকল মেনে তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

প্রসঙ্গত, বিমান ভেঙে পড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিলেন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এর পাইলটরা। মে ডে কলের মাধ্যমে জানিয়েছিলেন, বিপদ ধেয়ে আসছে তাদের দিকে। কিন্তু তারপরেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই সময়ই মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। তারপরই বিস্ফোরণ। নিহত হন ২৪১ জন।