Congress Black Paper: ‘অর্থনীতি-গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার’, কৃষ্ণপত্র প্রকাশ করে খোঁচা কংগ্রেসের
Mallikarjun Kharge: খাড়্গে বলেন, "আমরা সরকারের বিরুদ্ধে এই কৃষ্ণপত্র প্রকাশ করছি কারণ যখনই ওরা সংসদে কথা বলেন, ওরা শুধুমাত্র নিজেদের সাফল্য নিয়ে কথা বলে। কখনও ব্যর্থতা নিয়ে কথা বলে না। এমনকী, আমাদেরও বলতে দেওয়া হয় না। এভাবেই অর্থনীতিকে ব্যর্থ করেছে এই সরকার।"
নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের শ্বেতপত্রের পাল্টা কৃষ্ণপত্র (Black Paper) পেশ করল কংগ্রেস (Congress)। বিগত ১০ বছরে মোদী সরকারের জমানায় মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও কৃষকদের সমস্যা নিয়ে এবং সরকারের ব্যর্থতা নিয়েই এই কৃষ্ণপত্র প্রকাশ করা হয়েছে বলে দাবি। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে কৃষ্ণপত্র প্রকাশ করে বলেন, “অর্থনীতিকে ব্যর্থ করেছে এই সরকার। ১০ বছর ধরে হেনস্থা করে, চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হয়েছে, সেই টাকা নির্বাচনে ঢালা হয়েছে।”
এ দিন সরকারের বিরুদ্ধে কৃষ্ণপত্র প্রকাশ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, “বিগত ১০ বছরে ৪১১ জন বিধায়ককে ভাঙিয়ে নিয়েছে বিধায়ক। তাদের কত টাকা দেওয়া হয়েছে, সেটা বললাম না। আমাদের কত জায়গায় সরকার ছিল, কর্নাটক, মণিপুর, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান…কংগ্রেসের কত সরকারকে ফেলে দিয়েছে ওরা। এভাবেই ওরা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।”
#WATCH | On releasing ‘Black Paper’ against Modi govt, Congress President Mallikarjun Kharge says,” There is a danger to democracy in the country…In last 10 years, 411 MLAs were taken on their by the BJP. They toppled so many Congress governments. They are finishing… pic.twitter.com/9oOhYKkyvW
— ANI (@ANI) February 8, 2024
খাড়্গে বলেন, “আমরা সরকারের বিরুদ্ধে এই কৃষ্ণপত্র প্রকাশ করছি কারণ যখনই ওরা সংসদে কথা বলেন, ওরা শুধুমাত্র নিজেদের সাফল্য নিয়ে কথা বলে। কখনও ব্যর্থতা নিয়ে কথা বলে না। এমনকী, আমাদেরও বলতে দেওয়া হয় না। এভাবেই অর্থনীতিকে ব্যর্থ করেছে এই সরকার।”
কংগ্রেস সভাপতি আরও বলেন, “আমাদের দেশে বেকারত্ব সবথেকে বড় সমস্যা। কিন্তু ওরা কখনও এই বিষয় নিয়ে কথা বলে না। ১০ বছরের হিসাব, পরিসংখ্যান তুলে ধরার কথা বলেন, কিন্তু কংগ্রেসের জমানায় কত কর্মসংস্থান হয়েছিল, বিজেপির শাসনে কত ভাল চাকরি হয়েছে, তা তুলে ধরেন না কেন আপনারা?”
#WATCH | Congress President Mallikarjun Kharge says, “We are raising the main issue of unemployment, which the BJP never talks about…There is discrimination being done with non-BJP states like Kerala, Karnataka, Telangana…” pic.twitter.com/9kKT9qEvZ5
— ANI (@ANI) February 8, 2024
প্রধানমন্ত্রী মোদীকেও আক্রমণ করতে ছাড়েননি কংগ্রেস সভাপতি। মল্লিকার্জুন খাড়্গে বলেন, “জওহরলাল নেহরুর তৈরি পাবলিক সেক্টরগুলি, যেখান থেকে বিপুল কর্মসংস্থান হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন না। আপনারা ইন্দিরজি, রাজীবজি ও নেহরুজিকে আক্রমণ করেন, অপমান করেন। মনরেগা (MNREGA) নিয়ে আপনারা কথা বলছেন না কেন? রাজ্যগুলির বরাদ্দ আটকে রেখেছি, যার ফলে গ্রামাঞ্চলে চরম সমস্যা হচ্ছে। কর্নাটক, তেলঙ্গানার মতো রাজ্য বঞ্চনার শিকার হচ্ছে। নির্দিষ্ট সময়ে তহবিল ছাড়া হচ্ছে না। পরে বলছেন, আমরা তো টাকা দিয়েছিলাম, আপনারা খরচ করেননি। সঠিক সময়ে টাকা দিলে তবেই তো কাজ এগোবে।”