Congress Candidate List: রাজস্থানে ৩৩ প্রার্থীর তালিকা প্রকাশ কংগ্রেসের, গেহলট-সচিন লড়বেন নিজের আসনেই
Rajasthan Assembly election 2023: ২০১৮ সালে সর্দারপুরা বিধানসভা আসন থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন অশোক গেহলট। এ বছরও ওই কেন্দ্র থেকেই তাঁকে আসন দিয়েছে কংগ্রেস। সচিন পাইলটও লড়বেন নিজের আসন তঙ্ক থেকে। গতবারের যে সব বিধায়ককে কংগ্রেস আসন দিয়েছে, তাঁরা সকলেই নিজ নিজ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জয়পুর: রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। শনিবার ৩৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সেই তালিকায় নাম রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতা সচিন পাইলট, সে রাজ্যের কংগ্রেস প্রধান গোবিন্দ সিং দোতার্সা এবং রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশীর নাম। এই ৩৩ জন মধ্যে ২৯ জনই গতবারের বিধায়ক। বাকি চার জন দাঁড়াচ্ছেন গত বারের বিজেপির জেতা আসনে। রাজস্থানে বিধানসভা ভোটের জন্য ইতিমধ্যেই ১২৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আগামী ২৫ নভেম্বর রাজস্থানের ২০০টি বিধানসভা আসনে হবে নির্বাচন। এই রাজ্যে কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে মরিয়া পদ্মশিবির।
২০১৮ সালে সর্দারপুরা বিধানসভা আসন থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন অশোক গেহলট। এ বছরও ওই কেন্দ্র থেকেই তাঁকে আসন দিয়েছে কংগ্রেস। সচিন পাইলটও লড়বেন নিজের আসন তঙ্ক থেকে। গতবারের যে সব বিধায়ককে কংগ্রেস আসন দিয়েছে, তাঁরা সকলেই নিজ নিজ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Gehlot, Pilot, CP Joshi, Dotasra, Harish Chaudhary among others in first list of 33 Congress candidates in Rajasthan @DeccanHerald pic.twitter.com/WT7FSbFSDS
— Shemin (@shemin_joy) October 21, 2023
বিগত বছরে রাজস্থানে কংগ্রেসের অন্দরে বিভেদ সামনে এসেছে। সেই বিভেদ মেটাতে মরিয়া হাতশিবির। ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে যাতে কংগ্রেসের কোনও অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে না আসে সে বিষয়ে সজাগ কংগ্রেস। তাই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে কিছুটা দেরি হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সে জন্যই ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হচ্ছে বলে মনে করা হয়েছে। কংগ্রেস প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ না করা নিয়ে কংগ্রেসের জেনারাল সেক্রেটারি কেসি বেণুগোপাল বলেছেন, “যে রাজ্যে আমরা ক্ষমতায় আছি এবং যে রাজ্যে বিরোধী রয়েছি, সে সব রাজ্যের জন্য আমাদের কৌশল ভিন্ন।” যদিও রাজস্থানে কংগ্রেসের অন্দরে কোনও বিভেদ নেই বলে দাবি তাঁর।