
কলকাতা: সি আর পার্কের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর অলিন্দে দিন কতক আগেই বেজেছে রাজনৈতিক দামামা। পদ্ম শিবিরের বিরুদ্ধে বাঙালির খাদ্যাভাসে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল তৃণমূল শিবির। নিজের এক্স হ্য়ান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে দুষে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘সি আর পার্কের ভিডিয়ো সবাই দেখেছেন। এটা একটা মর্মান্তিক ঘটনা। বাঙালির পাত থেকে মাছ ছিনিয়ে নেওয়া হচ্ছে।’ কী ছিল সেই ভিডিয়োতে? সেই ভিডিয়োয় দেখা যায়, রামনবমীর দিন চারেক পর দিল্লির ‘মিনি বাংলা’ সি আর পার্ক সংলগ্ন বাজারে এক গেরুয়া পোশাক পরিহিত ‘স্বঘোষিত’ সনাতনীরা এসে হুমকি-হুঁশিয়ারি চালাচ্ছেন। কিন্তু সেই হুমকির কারণটাই বা...