CR Park Controversy: বাঙালির পাতে নজর রাখছে এরা কারা?

CR Park Controversy: জানা যায়, এই সময়কালে যে সকল বাঙালিরা দিল্লিতে এসে আশ্রয় নিয়েছিলেন, তাদের বেশির ভাগ জনই ছিল উচ্চবর্ণের অথবা ব্রাহ্মণ পরিবারের। সেই সূত্র ধরেই প্রথমবার ১৯৭০ সাল নাগাদ সি আর পার্ক বা চিত্তরঞ্জন দাস পার্কে শুরু হয় দুর্গাপুজো।

CR Park Controversy: বাঙালির পাতে নজর রাখছে এরা কারা?
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

|

Apr 18, 2025 | 7:44 PM

কলকাতা: সি আর পার্কের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর অলিন্দে দিন কতক আগেই বেজেছে রাজনৈতিক দামামা। পদ্ম শিবিরের বিরুদ্ধে বাঙালির খাদ্যাভাসে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল তৃণমূল শিবির। নিজের এক্স হ্য়ান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে দুষে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘সি আর পার্কের ভিডিয়ো সবাই দেখেছেন। এটা একটা মর্মান্তিক ঘটনা। বাঙালির পাত থেকে মাছ ছিনিয়ে নেওয়া হচ্ছে।’ কী ছিল সেই ভিডিয়োতে? সেই ভিডিয়োয় দেখা যায়, রামনবমীর দিন চারেক পর দিল্লির ‘মিনি বাংলা’ সি আর পার্ক সংলগ্ন বাজারে এক গেরুয়া পোশাক পরিহিত ‘স্বঘোষিত’ সনাতনীরা এসে হুমকি-হুঁশিয়ারি চালাচ্ছেন। কিন্তু সেই হুমকির কারণটাই বা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন