
নয়া দিল্লি: ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’-এর অনবদ্য সাফল্য়ের পর এবার শুরু হয়েছে ‘ডুয়োলগ NXT’। সেই অনুষ্ঠানেই TV9 নেটওয়ার্কের এমডি সিইও বরুণ দাসের মুখোমুখি হলেন হেল্থ প্রেনার সানা সাজন। কীভাবে সানা তাঁর নিজস্ব ক্ষেত্রে এক এক ধাপ এগিয়ে চলেছেন, সেটাই উঠে এল এই কথোপকথনে।
‘ডুয়োলগ NXT’-এর সেই নতুন এপিসোডে সানা সাজনের সঙ্গে এক চিন্তনশীল কথোপকথন উঠে এসেছে। ড্যানিউব গ্রুপের ডিরেক্টর সানা সাজন একজন উদ্যোক্তাই নন, একজন গ্লোবাল ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। সানার পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিকে আলোকপাত করা হয়েছে ওই কথোপকথনে।
TV9 নেটওয়ার্কের এমডি সিইও বরুণ দাস বলেন, “সানা এমন একজন মানুষ, যিনি প্রত্যেকটা চ্যালেঞ্জকে সুযোগে বদলে ফেলতে পারেন। সানা দেখাচ্ছেন, কীভাবে সততার মধ্যে দিয়ে আসল নেতৃত্বের অধিকারী হওয়া যায়।”
ওই কথোপকথন প্রসঙ্গে সানা সাজন বলেছেন, “বরুণ দাসের সঙ্গে কথা বলে আমার খুব ভাল লেগেছে। খুবই ভাল সময় কেটেছে। আগামিদিনে আরও এমন কথোপকথনের অপেক্ষায় থাকব।”
কথোপকথনে উঠে এসেছে বিভিন্ন বিষয়। একজন আধুনিক গ্লোবাল সিটিজেনের দায়িত্ব কী, পরিবর্তনকে কীভাবে গ্রহণ করতে হয়, লক্ষ্যের প্রতি সৎ থেকে কীভাবে এগিয়ে যেতে হয়, এই সব নিয়েই কথা হয়েছে সংশ্লিষ্ট এপিসোডে। চলার পথে কীভাবে উত্থান-পতনের সাক্ষী থেকেছেন, সেকথাও ভাগ করে নিয়েছেন সানা। সানার সঙ্গে কথোপকথনে বরুণ দাসও তুলে ধরেন নানা নতুন পরিকল্পনার কথা।
পুরো এপিসোডে বরুণ দাস ও সানা সাজন একেবারে হৃদয় থেকে কথা বলেছেন। বুদ্ধিদীপ্ত আলোচনায় শুধু তাঁদের সাফল্যের কথাই শোনা যায়নি, শোনা গিয়েছে সততার কথা। এ যেন নিছকই এক কথোপকথন নয়। এক অন্যমাত্রার আলোচনা।