AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corona Virus: ৫ হাজারের উপরেই দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২১ জনের

Corona Virus: গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে কোভিড সংক্রমণ। মৃত্যু হয়েছে ২১ জনের।

Corona Virus: ৫ হাজারের উপরেই দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২১ জনের
ফাইল ছবি
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 10:16 AM
Share

নয়া দিল্লি: এপ্রিলের প্রথম থেকেই ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। এই মাসেই ৬ হাজারের গণ্ডি পেরিয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে গতকালের থেকে আজ কিছুটা কমেছে দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৬৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় মঙ্গলবার কোভিড আক্রান্তের সংখ্য়া কিছুটা কমেছে। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৮৮০। আর বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯৩। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২১ জনের।

সংক্রমণ ফের মাথা চাড়া দিয়ে উঠলেও ভয়ের কোনও কারণ নেই বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সুস্থতার হারও বেশি রয়েছে। বর্তমানে দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৩ শতাংশ। আর মৃত্যু হার ১.১৯ শতাংশ। এদিকে এই মাসে সর্বোচ্চ সংক্রমণ দেখা গিয়েছিল শনিবার। সেদিন কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ১৫৫। এখন সেই গ্রাফ আবার নিম্নমুখী। দিল্লি রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮৪ জন। সেখানে কোভিড সক্রিয়তার হর ২৬.৫৮ শতাংশ। সেদিন কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনজন। তবে কোভিড-১৯ বুলেটিনে উল্লেখ করা হয়েছে, তাঁদের মৃত্যুর প্রাথমিক কারণ কোভিড নয়।

কোভিড সংক্রমণ মোকাবিলায় সজাগ কেন্দ্র। ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মাঝেই কেন্দ্রের তরফে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একাধিক রাজ্যে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার ফের বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলির কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল বিভিন্ন হাসপাতালে মক ড্রিলের আয়োজন করা হয়েছিল। গতকাল দেশের বিভিন্ন হাসপাতালে কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে মক ড্রিলেরও আয়োজন করা হয়েছিল। এই মহড়া পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এদিকে গত সপ্তাহেই কোভিড নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই তিনি এই মকড্রিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতো সারা দেশের সরকারি হাসপাতালগুলিতে মকড্রিলের বন্দোবস্ত করা হয়। আজও দেশের বেশ কিছু হাসপাতালে মক ড্রিল রয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের ৩১ টি সরকারি হাসপাতালে মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে।