AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket Board: বাংলাদেশের পর পাকিস্তানের নাটক শুরু, ভারতে খেলতে আসা নিয়ে বলল…

ICC Men's T-20 World Cup 2026: বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ। আর সেই ঘোলা জলে মাছ ধরতে নামল পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এবার ফাঁকা আওয়াজ পাক বোর্ড প্রধান মহসিন নকভির। বিশ্বকাপে খেলা নিয়ে হঠাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোর্টে বল ঠেললেন পিসিবি প্রধান।

Pakistan Cricket Board: বাংলাদেশের পর পাকিস্তানের নাটক শুরু, ভারতে খেলতে আসা নিয়ে বলল...
পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভি। ফাইল চিত্র।Image Credit: X
| Edited By: | Updated on: Jan 25, 2026 | 6:35 AM
Share

ইসলামাবাদ: বাংলাদেশের পর এবার পাকিস্তানের (Pakistan) নাটক শুরু। ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে দুই প্রতিবেশী দেশ ছেলেখেলা শুরু করেছে। ভারতে খেলতে আসা নিয়ে আপত্তি বাংলাদেশের। আইসিসি (ICC) সতর্ক করলেও তারা শোনেনি, তাই বিশ্বকাপ থেকেই ছেঁটে ফেলা হয়েছে বাংলাদেশকে। তার বদলে খেলার সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। এবার বিশ্বকাপের ১৪ দিন আগে নতুন নাটক শুরু করল পাকিস্তানও।

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ। আর সেই ঘোলা জলে মাছ ধরতে নামল পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এবার ফাঁকা আওয়াজ পাক বোর্ড প্রধান মহসিন নকভির। বিশ্বকাপে খেলা নিয়ে হঠাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোর্টে বল ঠেললেন পিসিবি প্রধান।

ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসা উচিত হবে কি না, তা নিয়ে সরকারের মতামত চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নকভি বলেছেন যে পাকিস্তান টি-২০ বিশ্বকাপে অংশ নেবে কি না, তা সরকারের সম্মতির উপরে নির্ভর করছে। তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) দেশের বাইরে রয়েছেন। যখন ওঁ ফিরে আসবেন, আমরা তাঁর পরামর্শ নেব। সরকার যা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হবে। যদি ওরা না বলে, তাহলে ওরা (আইসিসি) অন্য দেশকে আমন্ত্রণ জানাতে পারে।”

নকভি আরও জানান যে পিসিবির কাছে একাধিক প্ল্যান রয়েছে। বলেন, “আমাদের কাছে প্ল্যান এ, বি ও সি রয়েছে, যা সময় আসলে ব্যবহার করা হবে। আমরা আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও করেছিলাম, তাই এটা আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা জানি এই ধরনের বিষয় কীভাবে সামলাতে হয়।”