Ex MP Jaya Prada: জয়া প্রদাকে গ্রেফতারের নির্দেশ, ‘পলাতক’ ঘোষণা করল আদালত

Feb 28, 2024 | 7:05 AM

Actress Jaya Prada: পুলিশ আদালতে জানায়, জয়া প্রদা গ্রেফতারি এড়িয়ে যাচ্ছেন বারবার। তাঁর সবকটি মোবাইল নম্বর সুইচ অফ পাওয়া যাচ্ছিল বলেও আদালতে জানায় পুলিশ। মঙ্গলবার ওই মামলা আদালতে উঠলে বিচারক শোভিত বনসল জয়া প্রদাকে পলাতক বলে ঘোষণা করেছেন।

Ex MP Jaya Prada: জয়া প্রদাকে গ্রেফতারের নির্দেশ, পলাতক ঘোষণা করল আদালত
জয়া প্রদা
Image Credit source: Facebook

Follow Us

রামপুর: আরও একটি মামলায় বিপাকে জয়া প্রদা। প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রীকে পলাতক বলে ঘোষণা করল আদালত। শুধু তাই নয়, তাঁকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশও দিয়েছে আদালত। উত্তর প্রদেশের রামপুরে মামলা ছিল তাঁর বিরুদ্ধে। এর আগে একটি সিনেমা হলের কর্মীদের করা মামলায় অভিনেত্রীকে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছিল আদালত। এবার নির্বাচন সংক্রান্ত মামলায় গ্রেফতারির নির্দেশ অভিনেত্রীকে।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ জয়া প্রদার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে। কেমারি ও সোয়ার থানায় অভিযোগ দুটি দায়ের করা হয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে নির্বাচনী বিধি ভাঙা হয়েছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ দায়ের হওয়ার পর একাধিকবার তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে বিশেষ এমপি-এমএলএ কোর্ট। কিন্তু অভিনেত্রী হাজিরা দেননি। জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয় তাঁর বিরুদ্ধে পরপর সাত বার। কিন্তু তাঁকে আদালতে পেশ করতে পারেনি পুলিশ।

পুলিশ আদালতে জানায়, জয়া প্রদা গ্রেফতারি এড়িয়ে যাচ্ছেন বারবার। তাঁর সবকটি মোবাইল নম্বর সুইচ অফ পাওয়া যাচ্ছিল বলেও আদালতে জানায় পুলিশ। মঙ্গলবার ওই মামলা আদালতে উঠলে বিচারক শোভিত বনসল জয়া প্রদাকে পলাতক বলে ঘোষণা করেছেন। রামপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে সার্কেল অফিসারের নেতৃত্বে একটি টিম গঠন করতে হবে ও আগামী ৬ মার্চের মধ্য়ে কোর্টে পেশ করতে হবে।

২০১৯-এর লোকসভা নির্বাচনে রামপুর থেকে বিজেপি প্রার্থী ছিলেন অভিনেত্রী জয়া প্রদা। সমাজবাদী পার্টির নেতা আজম খানের কাছে হেরে যান তিনি। এর আগে ২০০৪ ও ২০০৯ সালে ওই রামপুর কেন্দ্রে থেকেই সমাজবাদী পার্টির টিকিটে লড়েছিলেন তিনি। পরে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয় তাঁকে।

Next Article