COVID-19: দেশে করোনা আক্রান্ত ৫ হাজারের বেশি, রাজ্যে ৫৯৬! এখনও সতর্ক না হলে বিপদ…

COVID-19: একদিনে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরলে। একদিনে ১৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৯-এ।

COVID-19: দেশে করোনা আক্রান্ত ৫ হাজারের বেশি, রাজ্যে ৫৯৬! এখনও সতর্ক না হলে বিপদ...
ফের বাড়ছে করোনা আতঙ্ক।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 06, 2025 | 11:26 AM

কলকাতা: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ৫ হাজারের গণ্ডিও পার করে গেল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬-এ। গত ২৪ ঘণ্টাতেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫৩৬৪। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। কেরলে ২ জন, পঞ্জাব ও কর্নাটকে একজন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

একদিনে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরলে। একদিনে ১৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৯-এ।

সংক্রমণে দ্বিতীয় স্থানেই রয়েছে গুজরাট, একদিনেই রাজ্যে ১০৭ জন করোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬১৫-এ বেড়ে দাঁড়িয়েছে। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৯৬। দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৬২।

আক্রান্তের সংখ্যা বাড়লেও, কিছুটা স্বস্তি মিলছে সুস্থতার হারেও। হাসপাতাল থেকে ছুটি  পেয়েছেন ৪ হাজার ৭২৪ জন বা ৪৬.৫৭ শতাংশ রোগীই।