AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্ত মহিলাকে ২ বার ধর্ষণের চেষ্টা ওয়ার্ড বয়ের, গ্রেফতার অভিযুক্ত

মহিলার দাবি, শনিবার রাতে তাঁকে দু'বার ধর্ষণের চেষ্টা করেছে ওই ওয়ার্ড বয়।

করোনা আক্রান্ত মহিলাকে ২ বার ধর্ষণের চেষ্টা ওয়ার্ড বয়ের, গ্রেফতার অভিযুক্ত
প্রতীকী চিত্র
| Updated on: Apr 19, 2021 | 3:42 PM
Share

গ্বালিয়র: করোনা আক্রান্ত রোগীকে ধর্ষণের চেষ্টা। মধ্য প্রদেশের গ্বালিয়রের ঘটনায় হতবাক গোটা দেশ। ৫০ বছরের এক মহিলা করোনা আক্রান্ত অবস্থায় কোভিড নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন। সেখানেই ওয়ার্ড বয় তাঁকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত ওয়ার্ড বয়কে গ্রেফতার করেছে পুলিশ।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভাসছে গোটা দেশ। একাধিক রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ। শোচনীয় পরিস্থিতি মধ্য প্রদেশেরও। সেখানকার হাসপাতালগুলিতে বেড নেই। তাই বাধ্য হয়েই একাধিক হোটেলকে করোনা ওয়ার্ডে রূপান্তরিত করেছে প্রশাসন। সেই ধরনের একটি করোনা নিরাময় কেন্দ্রে ওই মহিলাকে দু’বার ধর্ষণের চেষ্টা করেছে ওয়ার্ড বয়। এমনটাই অভিযোগ তাঁর।

মহিলার দাবি, শনিবার রাতে তাঁকে দু’বার ধর্ষণের চেষ্টা করেছে ওই ওয়ার্ড বয়। পরিবারকে ঘটনা সম্পর্কে জানাতেই করোনা নিরাময় কেন্দ্র ছেড়ে পালায় ওই যুবক। এরপর মহিলার ছেলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই বিবেক লোধি নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তদন্তেরও আশ্বাস নিলেছে পুলিশের কাছ থেকে, এমনটাই জানা গিয়েছে। এর আগেও একাধিকবার কোভিড ওয়ার্ডে ধর্ষণের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরই উত্তর প্রদেশ থেকে একই খবর জানা গিয়েছিল।

উল্লেখ্য, দেশে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। প্রাণ হারিয়েছেন  ১,৬১৯ জন। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ ৬১ হাজার ৯১৯। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ লক্ষ ২৯ হাজার ৩২৯। মধ্য প্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন  ১২ হাজার ২৪৮ জন। প্রাণ হারিয়েছেন ৬৬ জন।

আরও পড়ুন: করোনা কাঁটায় ফের ভারত সফর বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর