লাদাখে জেসিবি মেশিনে চড়ে নদী পেরলেন কোভিড যোদ্ধারা

এই ছবি টুইটারে শেয়ার করেছেন লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল (Jamyang Tsering Namgya)। তিনি করোনা যোদ্ধাদের সেলাম জানিয়েছেন।

লাদাখে জেসিবি মেশিনে চড়ে নদী পেরলেন কোভিড যোদ্ধারা
স্বাস্থ্যকর্মীরা নদী পেরচ্ছেন
Follow Us:
| Updated on: Jun 09, 2021 | 1:45 PM

লাদাখ: করোনায় কাবু গোটা দেশ। এমন ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের একমাত্র ভরসা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এমন সংকটের সময় সাধারণ মানুষের ভগবান তারাই। গত এক বছরের বেশি সময় ধরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা লড়াই করে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এই কারণে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অনেকে সম্মানও জানিয়েছেন। আবার কখনও খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা। সেইসব খবরও উঠে এসেছে। তবে লাখাদে উঠে এল একেবারেই ব্যতিক্রমী চিত্র। এক ছবিতে দেখা গিয়েছে জেসিবি মেশিনের গাড়ি করে স্বাস্থ্যকর্মীরা নদী পেরচ্ছেন।

ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। ছবিতে রয়েছেন ৪ জন স্বাস্থ্যকর্মী। যাদের কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ। এভাবেই নদী পেরিয়ে দূরদূরান্তের গ্রামে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে যান তারা। এই ছবি টুইটারে শেয়ার করেছেন লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল। তিনি করোনা যোদ্ধাদের সেলাম জানিয়েছেন।

আরও পড়ুন: কলকাতায় সেঞ্চুরি হাকাতে চলেছে প্রেট্রোলের দাম