নয়া দিল্লি: গরুপাচার মামলা (Cow Smuggling Case) গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) উভয়েই রয়েছেন তিহাড়ে। কেষ্ট রয়েছেন তিহাড়ের সাত নম্বর সেলে। আর তাঁর মেয়ে সুকন্যা রয়েছেন তার আগের সেলে। ৬ নম্বর মহিলা সেল হল তিহাড়ে সুকন্যার ঠিকানা। কিন্তু সুকন্যা জেলে যাওয়ার পর থেকে বাবা-মেয়ের দেখা হওয়ার সুযোগ হয়নি। এবার শেষ পর্যন্ত বাবা-মেয়ে মুখোমুখি হতে চলেছেন তিহাড়ে। অনুব্রতকে তিহাড় থেকে আসানসোলে পাঠানোর জন্য যে আবেদন করা হয়েছিল, তা এদিন খারিজ হয়ে গিয়েছে দিল্লির রাউস এভিনিউ কোর্টে। আগামী ৮ মে পর্যন্ত বেড়েছে কেষ্টর জেল হেফাজতের মেয়াদ। আদালত থেকে বেরনোর সময় সুকন্যার সঙ্গে দেখা করার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল কেষ্ট মণ্ডলকে। জবাবে তিনি জানালেন, ‘দেখা হয়নি। শনিবার দেখা করব। ও তো আমার মেয়ে। একশোবার দেখা করব।’
অনুব্রতর মেয়ের সঙ্গে দেখা করার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁর আইনজীবী সম্পৃক্তা ঘোষালকেও। তিনি বলেন, ‘মেয়ের গ্রেফতারি নিয়ে উনি বেশ ইমোশনাল হয়ে রয়েছেন। মেয়ের সঙ্গে দেখা করার জন্য ওনাকে তিহাড় জেলের সুপারের কাছে আবেদন করার কথা। আমি যা জানি, তিহাড় থেকে অনুমতি দেওয়া হয়েছে। শনিবার মেয়ের সঙ্গে ওনার তিহাড়ে দেখা হবে।’
উল্লেখ্য, মেয়ের গ্রেফতারি নিয়ে শুরু থেকেই বেশ বিরক্ত অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বার বার ক্ষোভ উগরে দিয়েছেন। কখনও বলেছেন, মেয়েকে গ্রেফতারি বাহাদুরির কাজ হয়নি। আজ আবার প্রশ্ন তুলেছেন, ইডির বিবেক নিয়ে। এমন অবস্থায় তিহাড় জেলে এই প্রথমবার মেয়ের সঙ্গে দেখা করতে চলেছেন বীরভূমের ‘বাঘ’ অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যাও যে গ্রেফতারির পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তিনি বাবা ও বান্ধবীর সঙ্গে দেখা করতে চাইছেন, সেই কথা আগেই জানিয়েছিলেন তাঁর আইনজীবী। এবার শেষ পর্যন্ত যখন বাবা-মেয়ের দেখা হতে চলেছে, তখন তাঁদের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।