Cyclone Shakti: দানা বাঁধছে ‘সাইক্লোন শক্তি’, উত্তাল হবে সমুদ্র, দিনক্ষণ জানিয়ে দিল মৌসম ভবন

Cyclone Update: মৌসম ভবনও নিশ্চিত করেছে যে এই ঝড় জনবসতিপূর্ণ এলাকায় তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না। তবে সপ্তাহান্তে উত্তাল থাকবে সমুদ্র। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তর প্রদেশে শুরু হয়েছে অতি ভারী বৃষ্টি।

Cyclone Shakti: দানা বাঁধছে সাইক্লোন শক্তি, উত্তাল হবে সমুদ্র, দিনক্ষণ জানিয়ে দিল মৌসম ভবন
Image Credit source: TV9 Bangla

Oct 04, 2025 | 8:29 AM

নয়া দিল্লি: গত কয়েকদিন ধরে সামনে আসছে নিম্নচাপের খবর। আর এবার হাজির সাইক্লোন। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের আকার না নিলেও সমুদ্র থেকে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে সেই সাইক্লোন। শুক্রবার মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, শক্তি বাড়াচ্ছে ওই সাইক্লোন।

আরব সাগরে তৈরি হওয়া এই সাইক্লোন বর্তমানে দ্বারকার ২৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এই সাইক্লোন। শনিবারের মধ্যে এটি সাইক্লোনিক ঝড়ের আকার নেবে। তবে ভারতের ভূখণ্ডে এটি খুব বড় প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে।

শুক্রবারের আপডেট অনুযায়ী ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ওই সাইক্লোন এগোচ্ছিল উত্তর পশ্চিমের দিকে। রবিবারের মধ্যে এটি পৌঁছে যাবে আরব সাগরের মাঝের অংশে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এটি ঘূর্ণি়ঝড়ের আকার নিলেও পরে এটি শক্তি হারিয়ে ফেলবে। ফলে গুজরাটের উপকূলে আছড়ে পড়ার আগেই দুর্বল হয়ে যাবে এটি। তবে এই সাইক্লোনের জেরে হবে প্রবল বৃষ্টি। এছাড়া আর তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

মৌসম ভবনও নিশ্চিত করেছে যে এই ঝড় জনবসতিপূর্ণ এলাকায় তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না। তবে সপ্তাহান্তে উত্তাল থাকবে সমুদ্র। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত সমুদ্র থাকলে অতি উত্তাল। মূলত গুজরাট ও মহারাষ্ট্রের উত্তরের দিকে উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উপকূলেও প্রভাব পড়বে এই ঝড়ের।

এদিকে, বর্ষা বিদায় নেওয়ার আগে তার উপস্থিতি বুঝিয়ে দিল উত্তর প্রদেশে। শুক্রবার সকাল থেকে ওই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। ১০টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রীতিমতো ডুবে গিয়েছে বারাণসী। নিম্নচাপের জেরে ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বারাণসীতে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে বিহারেও প্রবল বর্ষণ হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী কয়েকদিন থাকবে এই পরিস্থিতি।