Physical Assault: দিল্লিতে এক সপ্তাহ ধরে ‘ধর্ষিত’ বাংলার যুবতী, ফুটন্ত ডাল ঢেলে শরীর পুড়িয়ে দিল অভিযুক্ত
Crime News: ওই যুবতীর শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে যুবতী যাবতীয় ঘটনা খুলে বলে। যুবতী জানায় ফোনের মাধ্যমেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তিন-চার মাস ধরে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। জানুয়ারি মাসেই বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পায় যুবতী।
নয়া দিল্লি: ফের একবার নৃশংস রূপ দেখল দিল্লি (Delhi)। রাজধানীর বুকে ধর্ষণ, নির্যাতনের শিকার হল বাংলার এক যুবতী। অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে ওই যুবতীকে ধর্ষণ করে তাঁর বন্ধু। সঙ্গে চলে শারীরিক অত্যাচার। এমনকী, যুবতীর শরীরের উপরে গরম ডাল ঢেলে দেওয়া হয়। অভিযুক্তকে ধর্ষণ, বিকৃত যৌন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিত যুবতী দার্জিলিংয়ের বাসিন্দা। বিগত এক মাস ধরে ওই যুবতী অভিযুক্তের সঙ্গে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় রাজু পার্কের কাছে একটি ভাড়া নেওয়া ফ্ল্যাটে থাকছিলেন। গত ৩০ জানুয়ারি প্রকাশ্যে আসে বিষয়টি। দিল্লি পুলিশের পিসিআরে ফোন আসে, এক ব্যক্তি জানান যে এক মহিলাকে তাঁর স্বামী বেধড়ক মারধর করছেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে যুবতীকে উদ্ধার করে, ভর্তি করানো হয় এইমসে।
জানা গিয়েছে, ওই যুবতীর শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে যুবতী যাবতীয় ঘটনা খুলে বলে। যুবতী জানায় ফোনের মাধ্যমেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তিন-চার মাস ধরে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। জানুয়ারি মাসেই বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পায় যুবতী। ভায়া দিল্লি হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল যুবতীর।
হঠাৎ পরিকল্পনা বদল করে অভিযুক্ত যুবকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় যুবতী। দেখা করতে গেলে, ওই যুবক জোরাজুরি করে তাঁকে থেকে যেতে বলে। দিল্লিতেই চাকরি খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাঁর ভরসাতেই দিল্লিতে থেকে যায় যুবতী। কিন্তু এরপরই যুবতীর উপরে শারীরিক নির্যাতন শুরু করে। প্রতিদিন তাঁকে ধর্ষণ, মারধর করে। শরীরে গরম ডাল ঢেলে পুড়িয়েও দেয়।
ওই যুবতীর অভিযেগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। ধর্ষণ, বিকৃত যৌনতা ও ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে গত ২ ফেব্রুয়ারি অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।