
মুম্বই: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। শুধু আত্মনির্ভরই হচ্ছে না। বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিও বেড়েছে। আর কয়েকবছরের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বছরে ৫০ হাজার কোটি টাকার গণ্ডি পার করবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে মহারানা প্রতাপের মূর্তির উন্মোচন করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তুলতে কেন্দ্রের পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সেখানেই তিনি জানান, ২০১৪ সালের পর থেকে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বেড়েছে। বর্তমানে বছরে ২৪ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা হয়। তিনি আশাবাদী, ২০২৯-৩০ সালের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বেড়ে ৫০ হাজার কোটি টাকা হবে।
রাজনাথ সিং বলেন, “প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ভারতকে আত্মনির্ভর করে তোলার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় আসি, তখন অন্য দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি হত ৬০০ কোটি টাকার আশপাশে। এখন তা বেড়ে হয়েছে ২৪ হাজার কোটি টাকা। ২০২৯-৩০ সালের মধ্যে তা ৫০ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।” প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবর্ষে ২৩ হাজার ৬২২ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছে ভারত।
২০২৯-৩০ সালে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে নিজেদের টার্গেট ভারত পূরণ করবে জানিয়ে রাজনাথ বলেন, “এটা আমাদের শুধু লক্ষ্য নয়। আমরা এটা অর্জন করবই। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করতে নানা পদক্ষেপ করা হয়েছে।”
প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির হার ক্রমশ বেড়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ছিল ২১ হাজার ৮৩ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তা ১২ শতাংশ বেড়ে হয়েছে ২৩ হাজার ৬২২ কোটি টাকা।