Adilabad Airport: একই বিমানবন্দরে চলবে সামরিক ও অসামরিক বিমান, ছাড়পত্র কেন্দ্রের

Adilabad Airport: তবে এই যৌথ বিমান-ঘাঁটি কবে থেকে শুরু হবে তা নিয়ে কিছু জানায়নি ভারতীয় বায়ুসেনা। বরং প্রতিরক্ষা মন্ত্রককে তারা একটি প্রস্তাব দিয়ে জানিয়েছে, এই বিমানবন্দরকে যৌথ ভাবে ব্যবহার করা যেতে পারে।

Adilabad Airport: একই বিমানবন্দরে চলবে সামরিক ও অসামরিক বিমান, ছাড়পত্র কেন্দ্রের
প্রতীকী ছবিImage Credit source: PTI

|

Apr 05, 2025 | 5:55 PM

নয়াদিল্লি: একটা বিমানবন্দর। সেখানে যেমন একাধারে চলবে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। অন্যদিকে, আবার থাকবে সাধারণের জন্য বিমান পরিষেবা। বৃহস্পতিবার, তেলেঙ্গানার বিমান পরিষেবায় বাড়তি অক্সিজেন জুগিয়ে এমনই ঘোষণা করল কেন্দ্র।

এদিন দেশের প্রতিরক্ষা মন্ত্রক তরফে জানানো হয়েছে, এবার থেকে নিজাম আমলে তৈরি তেলেঙ্গানার আদিলাবাদ বিমানবন্দরে অসামরিক বিমান পরিষেবা শুরু করতে পারবে রাজ্য সরকার। তার পাশাপাশি ভবিষ্যতে এই বিমানবন্দরে বায়ুসেনা প্রশিক্ষণ ঘাঁটি তৈরি করা হতে পারে বলেও জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক তরফে।

তবে এই যৌথ বিমান-ঘাঁটি কবে থেকে শুরু হবে তা নিয়ে কিছু জানায়নি ভারতীয় বায়ুসেনা। বরং প্রতিরক্ষা মন্ত্রককে তারা একটি প্রস্তাব দিয়ে জানিয়েছে, এই বিমানবন্দরকে যৌথ ভাবে ব্যবহার করা যেতে পারে। আগামী দিনে এখানে সাধারণ মানুষের জন্য সিভিল টার্মিনাল তৈরির পাশাপাশি বায়ুসেনার প্রশিক্ষণ ঘাঁটিও তৈরি করা যেতে পারে। আর এদিন সেই প্রস্তাবেই অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।


এই প্রসঙ্গে তেলেঙ্গানার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, ‘এই সিদ্ধান্ত আগামী দিনে তেলেঙ্গানাকে অনেকটাই লাভবান করবে। কাজ শেষ হতেই আদিলাবাদ বিমানবন্দরে যৌথ ভাবে চলবে অসামরিক ও সামরিক বিমান। যা এই অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি ঘটাবে।’