
নয়া দিল্লি: ভারত-পাক সীমান্তে উত্তেজনা বাড়ছে। দুই দেশই তাদের একে অপরের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। খবর আসছে যে সীমান্ত ঘেঁষে থাক পাক বাঙ্কারগুলো ফাঁকা হচ্ছে ক্রমশ, এমনকী পাক পতাকাও নাকি সরিয়ে দেওয়া হচ্ছে। নয়া দিল্লিতে দফায় দফায় বসে বৈঠক। বৃহস্পতিবারও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহেই ফোন পেলেন রাজনাথ সিং। ফোন এল আমেরিকা থেকে।
এদিন রাজনাথ সিং-এর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় তিনি সমবেদনা জানিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ভারতের প্রতি সমর্থনের বার্তাও দিয়েছেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই করছে, তাতে পূর্ণ সমর্থন আছে মার্কিন সরকারের।
রাজনাথ সিং মার্কিন মন্ত্রীকে বলেছেন, “জঙ্গিদের সমর্থন করার ও ট্রেনিং দেওয়ার ইতিহাস আছে পাকিস্তানের। তারা সন্ত্রাসবাদে উস্কানি দেয়। দিনের পর দিন গোটা বিশ্ব সেটা দেখেও চোখ বন্ধ করে থাকতে পারে না।” তিনি আরও বলেন, “গোটা বিশ্বের প্রত্যেকের উচিৎ এই ঘটনার প্রতিবাদ করা।”
সীমান্তে প্রায় প্রতিদিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান। একটানা সাতদিন ধরে শোনা যাচ্ছে গুলির শব্দ। রাতের অন্ধকারে কেঁপে উঠছে কুপওয়াড়া, উরি ও আখনূর সেক্টর। এই পরিস্থিতির মধ্যেই আমেরিকার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।