
নয়া দিল্লি: দিল্লিতে বিস্ফোরণের পরই পাল্টানো হচ্ছে জইশ প্রধান মাসুদ আজহারের আস্তানা। সূত্রের খবর, প্রত্যাঘাতের ভয়ে জইশ প্রধানকে অন্যত্র সরাচ্ছে পাকিস্তান। মাসুদ আজহারকে কাতার কিংবা বাহারিনে সরানোর ছক করছে পাকিস্তান। PoK-তে থাকা মাসুদের কাছে আর নিরাপদ নয় বলেই মনে করছে ISI। সূত্রের খবর, মাসুদ ঘনিষ্ঠদের আজারবাইজানে সরানো হচ্ছে। দিল্লি বিস্ফোরণের পিছনে জইশ-এরই হাত বলে নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দারা।
মাসুদ-সহ জইশ-কে নির্মূল করতে ভারতীয় সেনা প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে। আঁচ পেয়েই মাসুদ ও তার সঙ্গীদের ‘সেফ প্যাসেজ’ করে দিচ্ছে পাকিস্তান। জইশ-এর ভারতীয় ডাক্তার-মডিউলে আর কে কে জড়িত? দেশজুড়ে ব্যাপক ধরপাকড় জারি।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর চলাকালীনও মাসুদ আজহারকে অন্যত্র সরিয়েছিল পাক প্রশাসন। জানা যাচ্ছে, ভারতের প্রত্যাঘাতের ভয়েই ঠিকানা বদল। ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর, ইতিমধ্যেই ISI-র সমন্বয় রেখে কাজ করছে পাক সেনা। অপারেশন সিঁদুরের সময়ে সীমান্ত থেকে অনেকটা দূরবর্তী এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল জইশ প্রধানকে। কিন্তু এখন দেশে তাকে রাখতে ভয় পাচ্ছে পাকিস্তান।
পহেলগাঁও হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, এরপর আর কোনও এই ধরনের ঘটনাকে ‘যুদ্ধে’র ন্যায় মনে করা হবে। দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এই ঘটনার পরই ভুটান থেকেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, কাউকেই রেয়াত করা হবে না। তিনি বলেন, ‘আমি প্রতি মুহূর্তে ঘটনার আপডেট নিচ্ছি। তদন্তকারীরা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা মাথাদের ঠিক খুঁজে বের করবে। পাশাপাশি, যারা এর সঙ্গে জড়িত, তারাও যথাযথ শাস্তি পাবে।’