AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Blast: আটঘাট বেঁধে জায়গা নির্বাচন? সোমের বিস্ফোরণে লালকেল্লাই ছিল ‘প্রাইম টার্গেট’?

Delhi 10/11 Blast: সোমবার বিস্ফোরণের আগে পর্যন্ত 'ঘাতক' গাড়ির গতিবিধি ভাবাচ্ছে দিল্লি পুলিশকে। সূত্রের খবর, সোমবার দুপুর ৩টে ১৯ মিনিট নাগাদ 'ঘাতক' গাড়িটি লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে এসে দাঁড়ায়। এরপর টানা তিন ঘণ্টা সেখানেই ওঁত পেতে দাঁড়িয়েছিল গাড়িটি।

Delhi Blast: আটঘাট বেঁধে জায়গা নির্বাচন? সোমের বিস্ফোরণে লালকেল্লাই ছিল 'প্রাইম টার্গেট'?
দিল্লিতে বিস্ফোরণImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 11, 2025 | 11:29 AM
Share

নয়াদিল্লি: সবথেকে ভিড় জায়গাই বিস্ফোরণের জন্য বেছে নিয়েছিল সন্দেহভাজনরা, এমনটাই অনুমান দিল্লি পুলিশের। সোমবার সন্ধ্য়ায় রাজধানীর বুকে বিস্ফোরণ। লালকেল্লা মেট্রো সংলগ্ন সিগন্যালে হঠাৎ করে ফেটে পড়ল একটি গাড়ি। আগুন ধরল ওই গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতেও। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৮ জনের। আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। উদ্বেগের আবহ রাজধানীতেও। কিন্তু এই বিস্ফোরণ ঘটাল কারা? আত্মঘাতী বোমা হামলা নাকি নেপথ্যে অন্য কোনও চক্র?

পুলিশের তরফে নিশ্চিত কোনও বার্তা না পাওয়া গেলেও একাংশ জোর দিচ্ছে আত্মঘাতী তত্ত্বে। বিশেষ করে সোমবার বিস্ফোরণের আগে পর্যন্ত ‘ঘাতক’ গাড়ির গতিবিধি ভাবাচ্ছে দিল্লি পুলিশকে। সূত্রের খবর, সোমবার দুপুর ৩টে ১৯ মিনিট নাগাদ ‘ঘাতক’ গাড়িটি লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে এসে দাঁড়ায়। এরপর টানা তিন ঘণ্টা সেখানেই ওঁত পেতে দাঁড়িয়েছিল গাড়িটি। এরপর শুরু হয় রেইকি পর্ব। লালকেল্লা সংলগ্ন এলাকার চারপাশ ঘুরে দেখেন সন্দেহভাজনরা। এরপর সন্ধ্যায় ৬টা ৪৮ মিনিট নাগাদ পার্কিং লট থেকে বেরিয়ে সিগন্যালে এসে দাঁড়ায় গাড়িটি। ৬টা ৫২ মিনিটে বিস্ফোরণ।

কিন্তু লালকেল্লার পার্কি লটে আসার আগে কোথায় কোথায় ঘুরেছিল গাড়িটি?

সূত্রের খবর, লালকেল্লার আগে দরিয়াগঞ্জ, কাশ্মীরি গেট, সুনহেরি মসজিদের সামনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ‘ঘাতক’ হুন্ডাই আই২০। ইতিমধ্যে গাড়িটির সম্পূর্ণ রোডম্য়াপ তৈরির কাজ শুরু করে দিয়েছে পুলিশ। হরিয়ানা এবং উত্তর প্রদেশের প্রতিটি টোল, প্রবেশ পথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তাঁরা।

সন্দেহভাজনদের স্ট্র্যাটেজিক লোকেশন

তদন্তকারীদের দাবি, এই বিস্ফোরণের জন্য লালকেল্লা সংলগ্ন এলাকা ছিল সন্দেহভাজনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। রাজধানীর এই অংশে সন্ধ্যার দিকে ভিড়ও থাকে চূড়ান্ত। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে লালকেল্লা সংলগ্ন সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালের কাছে। এর ঠিক উল্টো দিকের রাস্তা যাচ্ছে চাঁদনি চক। এই বিস্ফোরণ স্থল থেকে জামা মসজিদের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। অন্য দিকে পুরনো দিল্লি স্টেশনের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। আর একদম পাশেই লালকেল্লা মেট্রো গেট। তা হলে তিন ঘণ্টার অপেক্ষা কি সেই জায়গা নির্বাচনের জন্য়, এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের।