Businessman Death: বিরাট কে? এরপরই…, রাজধানীতে ভয়াবহ ঘটনায় পুলিশও খুঁজছে বিরাটকে!

Dec 08, 2024 | 6:25 PM

Delhi Businessman: প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত মাসে দুই ব্যক্তিকে খুনের অভিযোগে তিন নাবালককে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে এক নাবালকের বাবার নাম বিরাট।

Businessman Death: বিরাট কে? এরপরই..., রাজধানীতে ভয়াবহ ঘটনায় পুলিশও খুঁজছে বিরাটকে!
Image Credit source: PTI FILE

Follow Us

বিরাট কে? জবাব এল, ‘আমাদের মধ্যে কেউ নয়।’ কিন্তু কে-শোনে কার কথা! দিল্লিতে এমনই এক ভয়াবহ ঘটনা। সুপারি নিয়ে ভুল লোককে খুন? এমন তথ্যই উঠে আসছে। দিল্লির এক ব্যবসায়ী খুন হয়েছেন। অভিযোগ, পরিচয় নিয়ে ভুলের জেরেই এই খুন। দিল্লির সেই ব্যবসায়ীর নাম সুনীল জৈন। ৫৭ বছরের সুনীলকে হত্যা করেন বাইকে আসা দুই ব্যক্তি।

যমুনা স্পোর্টস কমপ্লেক্সে মর্নিং ওয়াক সেরে স্কুটারে বন্ধুর সঙ্গে ফিরছিলেন সুনীল জৈন। সে সময়ই বাইকে আসা দুই দুষ্কৃতী গুলি করে হত্যা করে বলে খবর। মৃত সুনীল জৈনের বন্ধুর দাবি, ভুল পরিচয়ের কারণেই এই খুন। মৃত সুনীল জৈনের বন্ধু সুমিত এনডিটিভিকে বলেছেন, বাইকে আসা দুই ব্যক্তি সুনীলকে বলে তাঁর ফোন পড়ে গিয়েছে। তারপর তারা জিজ্ঞেস করেন, ‘কার নাম বিরাট’। এর উত্তরে সুমিত জবাব দেন, ‘আমাদের কেউ নই।’ তবে বাইকে থাকা একজন আরেকজনকে বলেন, ইনিই। এরপরই তারা সুনীল জৈনকে গুলি করে বলে অভিযোগ।

এত তথ্য অনুযায়ী, দুষ্কৃতীরা যে বিরাটকে খুন করতে এসেছিল, পুলিশ এখন সেই বিরাটকেও খুঁজছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত মাসে দুই ব্যক্তিকে খুনের অভিযোগে তিন নাবালককে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে এক নাবালকের বাবার নাম বিরাট। তবে যমুনা স্পোর্টস কমপ্লেক্সের খুনের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, পুলিশ সেই তদন্তও করছে। দিল্লির শাহদারার ডিসিপি প্রশান্ত গৌতম বলেন, ‘আমরা সবরকম দৃষ্টিকোন থেকেই ঘটনার তদন্ত করছি।’ পুলিশ আরও জানিয়েছে, সুনীল জৈনের হত্যাকারীরা 9mm ও 7.61mm পিস্তল ব্যবহার করেছিল।