Petrol: গাড়িতে এই ত্রুটিটা থাকলেই ৩১ মার্চ থেকে আর মিলবে না পেট্রোল! জারি নতুন নিয়ম

Petrol: কোন মাপকাঠিতে চালকদের গাড়িতে কাঁটা ফেলতে চলেছে তারা? জানা গিয়েছে, মূলত যে সকল পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বয়স যথাক্রমে ১৫ এবং ১০ বছর বেশি হয়ে গিয়েছে, সেই গাড়ির চালকদের আর দেওয়া হবে না পেট্রোল।

Petrol: গাড়িতে এই ত্রুটিটা থাকলেই ৩১ মার্চ থেকে আর মিলবে না পেট্রোল! জারি নতুন নিয়ম
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Mar 01, 2025 | 4:31 PM

নয়াদিল্লি: ৩১ মার্চ থেকে আর মিলবে না পেট্রোল-ডিজেল। ক্ষমতায় এসে রাজধানীতে বড় ঘোষণা বিজেপির। শনিবার, দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানান, আগামী ৩১ মার্চ থেকে আর পেট্রোল কিংবা ডিজেল পাবেন না নির্দিষ্ট কিছু গাড়ির চালকরা।

কিন্তু কোন মাপকাঠিতে চালকদের গাড়িতে কাঁটা ফেলতে চলেছে তারা? জানা গিয়েছে, মূলত যে সকল পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বয়স যথাক্রমে ১৫ এবং ১০ বছর বেশি হয়ে গিয়েছে, সেই গাড়ির চালকদের আর দেওয়া হবে না পেট্রোল-ডিজেল। ইতিমধ্যে এই প্রসঙ্গে রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ মন্ত্রক।

কীভাবে ধরা পড়বে গাড়ির বয়স?

পরিবেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গাড়ির বয়স ধরার জন্য প্রতিটি পেট্রোল পাম্পে একটি আধুনিক যন্ত্র বসাতে চলেছে পরিবেশ মন্ত্রক। যার মাধ্যম দিয়ে গাড়ির বয়স কত, পেট্রোল ভরানোর আগেই জেনে যাবে পাম্পের কর্মীরা।

হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত?

ভয় দেখাচ্ছে রাজধানীতে বাড়ন্ত দূষণ। নির্বাচনী প্রচারপর্বেও দিল্লির দূষণকে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য আপকে প্রতি মুহূর্তে দুষে ছিল বিজেপি। প্রশ্ন উঠেছিল যমুনার পরিচ্ছন্নতা নিয়েও। এবার ক্ষমতায় এসে সেই দূষণ রুখতে দ্রুত অ্যাকশনে নামল দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। সেই সূত্র ধরে ৩১ মার্চ থেকে ১৫ বছরের বেশি পুরনো গাড়িতে পেট্রোল দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করল তারা।

তবে শুধুই পেট্রোলে কাঁটা নয়। আগামী ডিসেম্বরের মধ্যে দিল্লির সমস্ত সিএনজি চালিত সরকারি বাসকে বন্ধ করে তার পরিবর্তে বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।