Metro: এবার কি চলবে ‘মালবাহী মেট্রো’! হয়ে গেল বড় চুক্তি

Metro: সূত্রের খবর, যে সময়ে খুব কম সংখ্যক যাত্রী থাকে, সেই সময় এ মালপত্র বহন করার পরিকল্পনা করেছে দিল্লি মেট্রো। মাঝের কোনও কোচ এ ক্ষেত্রে ব্যবহার করা হবে না।

Metro: এবার কি চলবে মালবাহী মেট্রো! হয়ে গেল বড় চুক্তি
দিল্লি মেট্রোImage Credit source: Getty Image

Mar 31, 2025 | 3:17 PM

নয়া দিল্লি: মালবাহী ট্রেনের কথা সবারই জানা। তবে মালবাহী মেট্রোও কি এবার চলবে ট্র্য়াকে? বাস্তব হতে চলেছে এমন পরিকল্পনা। সূত্রের খবর, দিল্লি মেট্রো নিয়ে এমনই পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ও ব্লু ডার্ট যৌথভাবে এই পরিকল্পনা করেছে। দুই সংস্থার মধ্যে হয়েছে চুক্তিও।

ফিনান্সিয়াল এক্সপ্রেস-প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দিল্লি-এনসিআর জুড়ে প্যাকেজ পাঠানোর জন্য ব্যবহার করা হতে পারে মেট্রোকে। মেট্রোর শেষ কোচটিকে এই কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, যে সময়ে খুব কম সংখ্যক যাত্রী থাকে, সেই সময় এ মালপত্র বহন করার পরিকল্পনা করেছে দিল্লি মেট্রো। মাঝের কোনও কোচ এ ক্ষেত্রে ব্যবহার করা হবে না। সকাল ৬টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। আপাতত কয়েকটি ট্রেনে এইভাবে মালপত্র পাঠানোর ট্রায়াল দেওয়া হবে।

দিল্লি মেট্রোর অন্যতম কর্তা অনুজ দয়াল জানিয়েছেন, এই ধরণের উদ্যোগ গোটা দক্ষিণ এশিয়ায় এই প্রথমবার নেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে সবদিক থেকে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে দূষণ কম হবে, রাস্তায় গাড়ির সংখ্যা কমবে। এই সব দিক মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। স্পেনের রাজধানী মাদ্রিদ শহরেও মেট্রোতে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।