BJP Leader’s Arrest: পুলিশের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ! বিজেপি নেতার ‘অপহরণ’ নিয়ে ধুন্ধুমার

BJP leader Arrest: দিল্লি বিজেপির (Delhi BJP) মুখপাত্র নবীণ কুমার জিন্দল একটি ভিডিয়ো জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৮ টা নাগাদ পঞ্জাব পুলিশের ৫০ জনের একটি দল বাগ্গার দিল্লির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন।

BJP Leader's Arrest: পুলিশের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ! বিজেপি নেতার 'অপহরণ' নিয়ে ধুন্ধুমার
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 3:33 PM

নয়া দিল্লি: শুক্রবার দিল্লির বিজেপি নেতা তেজেন্দর সিং বাগ্গার (Tajinder Pal Singh Bagga ) গ্রেফতারি নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে। দিল্লি পুলিশের আধিকারিকদের অভিযোগ, পঞ্জাব পুলিশের (Punjab Police) অফিসাররা ওই বিজেপি নেতাকে অপহরণ করেছেন। জনকপুরী থানায় পঞ্জাব পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। কুরুক্ষেত্র জেলার ক্রাইম ব্রাঞ্চ পরে খানপুর-কইলা জাতীয় সড়কে বিজেপি নেতা সহ পঞ্জাব পুলিশের দলকে আটক করে এবং সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বিজেপি নেতাকে গ্রেফতার করে মোহালিতে নিয়ে যাচ্ছিল পঞ্জাব পুলিশ। দিল্লি বিজেপির (Delhi BJP) মুখপাত্র নবীণ কুমার জিন্দল একটি ভিডিয়ো জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৮ টা নাগাদ পঞ্জাব পুলিশের ৫০ জনের একটি দল বাগ্গার দিল্লির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন। ‘বাগ্গাকে মাথার পাগড়িও পরতে দেওয়া হয়নি।’ অভিযোগ বিজেপি মুখপাত্রের। বিজেপি নেতার গ্রেফতারির এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তীব্র চাপান উতোর দানা বেঁধেছে। বিজেপি নেতার বাবার অভিযোগ, গ্রেফতারি ভিডিয়ো তোলার চেষ্টা করায় পঞ্জাব পুলিশের কর্মীরা তাঁর মুখে ঘুষি মেরেছেন।

সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় বাগ্গার বাবা জানিয়েছেন, “আজ সকালের হঠাৎ করে ১০-১৫ জন পুলিশ বাড়িতে ঢুকে পড়ে এবং টেনে হিঁচড়ে তেজেন্দরকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। আমি যখন আমার মোবাইল নিয়ে ঘটনার ভিডিয়ো করছিলাম, তখন পাশের ঘরে নিয়ে গিয়ে আমার মুখে ঘুষি মারা হয়েছে।” অন্যদিকে পঞ্জাব পুলিশ জানিয়েছে, বাগ্গাকে তাদের তরফে পাঁচবার নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়েছিল কিন্তু, তিনি এড়িয়ে গিয়েছেন। দিল্লির এই বিজেপি নেতা বরাবরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছিলেন। ‘কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে কেজরীবালকে নিশানা করে তাঁর করা টুইট নিয়ে বিতর্ক হয়েছিল। আপ বিধায়ক নরেশ বলিয়ান জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে ধমকি দেওয়ার কারণেই বাগ্গাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, পঞ্জাব পুলিশ বাগ্গাকে গ্রেফতার করার আগে তাদের কিছু জানায়নি।