Dearness Allowance Case: কোন রাজ্য কত শতাংশ DA দেয়? বাংলার স্থান কোথায়, দেখুন

Dearness Allowance Case in Supreme Court: বিচারপতিরা বলেন, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ কর্মচারিদের দিতেই হবে। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মোট ৫৫ শতাংশ মহার্ঘ ভাতা পান। সেই ভিত্তিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রয়েছে ৩৭ শতাংশের ফারাক। রাজ্য সরকারি কর্মীরা পান ১৮ শতাংশ।

Dearness Allowance Case: কোন রাজ্য কত শতাংশ DA দেয়? বাংলার স্থান কোথায়, দেখুন
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Graphics

|

May 17, 2025 | 3:30 PM

কলকাতা: শুক্রবার ডিএ মামলায় শীর্ষ আদালতে অস্বস্তিতে পড়েছে বাংলা। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা। যার জেরে ক্ষুদ্ধ সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা। দিনের পর দিন পথে চলছে আন্দোলন। তাও ডিএ নিয়ে কোনও সুরাহা দিতে পারছে না রাজ্য সরকার। এই আবহেই এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল ডিএ মামলার শুনানি। সেখানে রাজ্য সরকারকে বড় নির্দেশ দিলেন বিচারপতিরা।

আদালতের নির্দেশ, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ রাজ্য় সরকারকে দিতে হবে। কিন্তু এই নির্দেশের পাল্টা রাজ্য ‘কোমর ভেঙে’ যাবে বলে জানালেন, বিচারপতিরা বলেন, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ কর্মচারিদের দিতেই হবে। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মোট ৫৫ শতাংশ মহার্ঘ ভাতা পান। সেই ভিত্তিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রয়েছে ৩৭ শতাংশের ফারাক। রাজ্য সরকারি কর্মীরা পান ১৮ শতাংশ।

কোন রাজ্যে কত শতাংশ?

বাংলার কর্মীরা ১৮ শতাংশ পেলে বাকি রাজ্যগুলোর কী দশা?

তথ্য বলছে, গোয়া, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ ও অসম-সহ কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা মোট ৫৫ শতাংশ করে। অন্যদিকে, বিহার, ছত্তীসগঢ়, সিকিমে মহার্ঘ ভাতা দেওয়া হয় ৫০ শতাংশ। তেলেঙ্গনা ও তামিলনাড়ুতে সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ পরিমাণ ৫৩ শতাংশ। হিমাচল প্রদেশ, কর্নাটক, মেঘালয়, মিজোরাম ও পঞ্জাবে প্রদত্ত মহার্ঘ ভাতার পরিমাণ ৪০ থেকে ৪৬ শতাংশ। অন্ধ্রপ্রদেশ ও মণিপুরে যথাক্রমে ৩০ এবং ৩৯ শতাংশ। ত্রিপুরায় ৩৩ শতাংশ। তেলেঙ্গনা ২৬ শতাংশ। সর্বোচ্চ ডিএ দেওয়া হয় মহারাষ্ট্রে। বকেয়া মিলিয়ে ৪৫৫ শতাংশ। তারপরেই রয়েছে নাগাল্যান্ড। সেখানে ২৫২ শতাংশ। সর্বনিম্ন কেরল। সেখানে ১৫ শতাংশ। তারপর বাংলা ১৮ শতাংশ।